• সমগ্র বাংলা

বগুড়ায় ধানের শীষের প্রচারণায় গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়া-৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষের প্রচারণায় গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের চেলোপাড়া থেকে বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি শুরুতেই ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র‍্যালি নিয়ে শহরের সাতমাথা হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি থেকে সাধারণ জনগণের সাথে তারেক রহমানের পক্ষে সালাম ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাদের হাতে তুলে দেয়া হয় তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারণা লিফলেট।

কর্মসূচি প্রসঙ্গে পরিমল চন্দ্র দাস বলেন, প্রথমবারের মতো বগুড়া সদর থেকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তাদের অভিভাবক বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই খবর শোনার পর থেকেই একদিকে যেমন বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে ভাসছেন নেতাকর্মীরা অন্যদিকে সদর আসনের ভোটারদের মাঝেও সৃষ্টি হয়েছে ইতিবাচক উন্মাদনা।

যার হাত ধরে এই বগুড়ার উন্নয়ন তাকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে পেয়ে বগুড়া সাধারণ মানুষ দীর্ঘ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে মুক্তির প্রহর গুনতে শুরু করেছেন। তিনি বলেন, সাধারণ মানুষ এখন শুধু একটি উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে। যে নির্বাচনে সদর আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে তারেক রহমান রেকর্ড ভোটে জয়লাভ করবেন। পরিমল বলেন, ইতিমধ্যেই তারা মহল্লা ভিত্তিক ধানের শীষের প্রচারণা শুরু করেছেন। নেতাকর্মীরাও সুসংগঠিত হয়ে নির্বাচনকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণ এই কর্মসূচিতে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন নান্নু, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে শহিদুল ইসলাম, আল মাহমুদ তারেক বাতেন, হুমায়ুন কবির, কাজী সিরাজুল ইসলাম, নূর ইসলাম, আবু জাফর জেমস, গোলাপ, আবু সাঈদ দুখু, আব্দুস সালাম, কাজী সুজন ফকির, এমদাদ হোসেন এন্দা, মেহেদী হাসান মিল্লাত, মানিক মিয়া, বাবলু চন্দ্র দাস, প্রান্ত মাহমুদ, মো: সুলতান, সুশান্ত চন্দ্র দাস, শ্রী বাপ্পি, নয়ন চন্দ্র দাস প্রমুখ। 

মন্তব্য (০)





image

ফরিদপুরের চরভদ্রাসনে নির্বাচনী প্রচারণা কাজে বাধা দেয়ার প...

ফরিদপুর প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার ক...

image

লালমনিরহাটে জিমেইল হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ...

লালমনিরহাট প্রতিনিধি: জিমেইল আইডি হ্যাক করে ব্যাংক অ্যা...

image

মাগুরা সদর উপজেলার অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ...

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা সদর উপজেলার অর্থনৈতিকভাবে অস্ব...

image

‎যে ৩ জেলার তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে

নিউজ ডেস্কঃ কার্তিক শেষ না হতেই উত্তরের হিমেল হওয়া ও ঘাসের ও...

image

ঠাকুরগাঁওয়ে ভূ্ল্লীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ভূ্ল্লী থানার উত্...

  • company_logo