• লিড নিউজ
  • জাতীয়

কার্গো ভিলেজে আগুন ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে অবতরণ করল আট ফ্লাইট

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের জেরে বিমানবন্দরের এয়ারফিল্ড আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে এবং বিকেল ৫টা পর্যন্ত মোট আটটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট হয়ে অবতরণ করেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সর্বশেষ ঢাকাগামী আরও চারটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে।

এর আগে বিকেলে চারটি ফ্লাইট— দুটি অভ্যন্তরীণ ও দুটি আন্তর্জাতিক চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। সব মিলিয়ে মোট আটটি ফ্লাইট এখন পর্যন্ত বিকল্প হিসেবে চট্টগ্রামে নেমেছে।

শাহ আমানত বিমানবন্দরের কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। অবতরণ করা ফ্লাইটগুলো নিরাপদে অবতরণ করেছে, যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, শনিবার দুপুরে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ভয়াবহ আকার ধারণ করায় সব ধরনের ফ্লাইট উঠানামা বন্ধ করা হয়েছে।

মন্তব্য (০)





  • company_logo