• বিনোদন

‎টম ক্রুজ-আনার প্রেমে ইতি, ৯ মাসেই ভেঙে গেল সম্পর্ক

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক: হলিউডের সুপারস্টার টম ক্রুজ ও কিউবান-আমেরিকান অভিনেত্রী আনা ডি আরমাসের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। ৯ মাসেরও কম সময় একসঙ্গে থাকার পর সম্পর্কের ইতি টানলেন এই তারকা জুটি।

‎ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম সম্পর্কে জড়ান ৬৩ বছর বয়সী ‘মিশন ইমপসিবল’ তারকা টম ক্রুজ ও ৩৭ বছর বয়সী আনা ডি আরমাস। একপর্যায়ে তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। তবে সেই প্রেম দীর্ঘস্থায়ী হয়নি। এখন তারা বন্ধু হিসেবে সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

‎এ তারকা জুটির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, টম ক্রুজ ও আনা ডি আরমাস একসঙ্গে ভালো সময় কাটিয়েছেন। কিন্তু দম্পতি হিসেবে তাদের সময় শেষ হয়েছে। এখন আর তারা ডেটিং করছে না এবং ভালো বন্ধু হিসেবে থাকবেন। তারা এটি বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন যে, তাদের মধ্যকার সম্পর্ক বেশিদূর এগিয়ে নেয়া সম্ভব নয়।

‎জানা গেছে, টম ক্রুজের আসন্ন একটি চলচ্চিত্রে সহ-অভিনেত্রী হিসেবে থাকছেন আনা ডি আরমাস। ফলে সম্পর্কের অবসান ঘটলেও পেশাগতভাবে তারা একসঙ্গে কাজ করে যাবেন।

‎চলতি বছরের শুরুর দিকে তাদের একাধিকবার ডেট করতে দেখা যায়। কখনো যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে, কখনো মাদ্রিদে ব্যক্তিগত জেটে ঘুরতে দেখা গেছে তাদের। এপ্রিলে আনার জন্মদিনে তারা লন্ডনে হেলিকপ্টারে উড়ে বেড়ান এবং বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। মে মাসে ডেভিড বেকহ্যামের ৫০তম জন্মদিনের পার্টিতেও একসঙ্গে হাজির হন তারা।

মন্তব্য (০)





image

পোরসেলিনা প্রেজেন্টস 'প্যারাগন ক্যাটারিং ওয়েডিং কার্নিভাল...

বিনোদন প্রতিবেদক: আচ্ছা ভাবুন তো এমন একটি সুপার শপের কথা, যে...

image

লম্বা বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন আনুশকা

বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরতে চলেছেন বলিউড অভিনেত্রী আনুশক...

image

অডিশনের সেই অপ্রীতিকর ঘটনা এখনো ভুলতে পারেননি মৌনী রায়

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মৌনী রায় বিনোদন দুনিয়ার উজ্জ্বল আলোর নিচ...

image

পরী, তুমি আমাকে লোকদেখানো পার্টিতে এনে অপমান না করলেও পার...

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী পরীমনি এবারের নিজের জন্মদিনের অনুষ্ঠানকে...

image

ভুল বোঝাবুঝি হওয়ায় অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে: তাহসান

বিনোদন ডেস্ক : দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে নিজের গান দিয়ে ভক্তদের মুগ্ধ কর...

  • company_logo