• গণমাধ্যম

সংবাদ প্রকাশে সাংবাদিক শাহজামান বাদশা লাঞ্ছিত: সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির সংবাদ প্রকাশ করার পর স্থানীয় এক সাংবাদিককে লাঞ্চিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছ।

জানা যায়, খুলনার পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও বিপণন নিয়ে প্রতিবেদন করার পর দৈনিক স্বাধীনমত পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহজামান বাদশা হামলা, লাঞ্ছনা ও হুমকির শিকার হয়েছেন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের শাস্তির দাবি তুলেছেন।

সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে পাইকগাছা পৌরসভার শিববাটি ব্রীজের প্রধান সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজামান বাদশা মোটরসাইকেলে গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় আয়শা ফুডের স্বত্বাধিকারী মিনারুল ইসলাম তার পথরোধ করে গাড়ি থেকে নামিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তার মোবাইল ফোন দিয়ে ভিডিও করতে গেলে মোবাইল ছিনিয়ে নিয়ে রাস্তায় উপরে ফেলে দেয়।

সাংবাদিক শাহজামান বাদশা বলেন, কিছুদিন আগে আমি পাইকগাছা পৌরসভার শিববাটি ব্রীজ সংলগ্ন আয়শা ফুড ও বেকারি কারখানার অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন নিয়ে সংবাদ প্রকাশ করি। এর জের ধরে আমার ওপর হামলা চালিয়েছে এবং প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনা শুধু আমার ব্যক্তিগত নিরাপত্তা নয়, সাংবাদিকতার স্বাধীনতাকেও হুমকির মুখে ঠেলে দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিনারুল ইসলাম তৎকালীন সরকারের আমলে তিনি আওয়ামী লীগ নেতা ছিলেন, পরবর্তীতে দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ায়, তিনি তার ভোল পাল্টিয়ে ফেলেন। তিনি রাতা-রাতি এনসিপি'র পাইকগাছা উপজেলার সাংগঠনিক পদ ভাগিয়ে নেন। এই নেতার অপকর্মের যেন শেষ নেই। বিভিন্ন সময় বিভিন্ন মহলকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করে আসছে। তার এই ক্ষমতার উৎস কি সেটাও রয়ে গেছে মানুষের অজানা।

সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মো. আরিফুল ইসলাম জানান, বিষয়টি আমি জানি না। থানায় খবর নিতে হবে এ বিষয়ে কোনো অভিযোগ হয়েছে কিনা।

পাইকগাছা সাংবাদিক মহল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকরা জনস্বার্থে কাজ করেন। তাদের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের কণ্ঠ রোধ করার প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকির ঘটনা বেড়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের তথ্যে দেখা যায়, অনুসন্ধানী ও সমালোচনামূলক সংবাদ প্রকাশের পর সাংবাদিকরা প্রায়ই প্রভাবশালী মহলের টার্গেটে পরিণত হন। পাইকগাছার এ ঘটনাও একই ধারাবাহিকতার অংশ।

ঘটনার পর স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক বাদশার পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। তারা বলেন, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করা সমাজের সকলের দায়িত্ব। একজন সাংবাদিকের ওপর হামলা মানে পুরো সমাজের কণ্ঠ রুদ্ধ করা।

পাইকগাছায় সাংবাদিক শাহজামান বাদশার ওপর হামলার ঘটনাটি আবারও প্রমাণ করল, মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহ করা এখনো ঝুঁকিপূর্ণ। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ সংবাদপত্রের স্বাধীনতা বারবার হুমকির মুখে পড়বে। অবিলম্বে তাকে আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয় সাংবাদিক মহল।
 

মন্তব্য (০)





image

‎কূটনৈতিক সাংবাদিকতা পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করছে: পররা...

নিউজ ডেস্কঃ কূটনৈতিক সাংবাদিকদের মর্যাদাপূর্ণ সংগঠন ডিপ্লোম্...

image

নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : পেশাদারিত্ব, সততা ও সাহস বজায় রেখে দায়িত্ব পালনের...

image

দুই শীর্ষ গণমাধ্যমের কার্যালয়ে হামলার ঘটনায় বিএফইউজে ও ডি...

নিউজ ডেস্ক : প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগের ঘটনায়...

image

দুই শীর্ষ গণমাধ্যমে হামলায় ‘লজ্জিত’ প্রেস সচিব

নিউজ ডেস্ক : দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনে হামলা ও ...

image

চন্দনাইশ প্রেস ক্লাবের বিজয় দিবস উদযাপন

চট্টগ্রাম প্রতিনিধি :  চন্দনাইশ প্রেস ক্লাবের  উদ্যোগে যথাযোগ্...

  • company_logo