• লাইফস্টাইল

গ্যাস অম্বল ও বদহজম দূর করার ঘরোয়া ‘টনিক’

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আমরা হজম সমস্যায় কমবেশি সবাই ভুগতে থাকি। একটু বেশি ভাজাভুজিজাতীয় খাবার কিংবা মসলাদার খাবার খেয়ে ফেললে হজমের সমস্যায় পড়ি। এর পরে ছুটে যান ওষুধের দোকানে। সেখান থেকে অ্যান্টাসিডজাতীয় ওষুধ কিনে সমস্যার মোকাবিলা করতে চান। তবে এভাবে গলা-বুক জ্বালা কিংবা হজমের সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়। কারণ এ সমস্যা নিয়ন্ত্রণে রাখতে গেলে প্রথমে অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখতে হবে। তা না হলে কোনোভাবেই পেটের রোগ সারবে না। তাই খাবার হজম না হলেই ঘন ঘন ওষুধ খাওয়া কোনো সমাধান হতে পারে না। বরং কিছু ঘরোয়া টনিক এ ক্ষেত্রে আপনার সমস্যা সমাধান করে দিতে পারে।

চলুন জানা যাক, কোন পদ্ধতিতে আপনার হজম সমস্যা সমাধান করতে পারেন—

বদহজম

বদহজম সমস্যার সমাধানে নিয়ম করে আদা চায়ে চুমুক দিতে পারেন। অম্বল, পেটব্যথায় এই পানীয় দারুণ কাজ করে থাকে। আর পাকস্থলী পরিষ্কার রাখতে আদা চা বেশ উপকারী।

গ্যাস সমস্যা

গ্যাসের সমস্যা সমাধানে কাজে আসতে পারে পুদিনা চা। গ্যাসের সমস্যায় অনেকের পেটে মোচড় দেয়, সেই সমস্যাও কমে যায় পুদিনা চা খেলে।

ডায়েরিয়ার সমস্যা

ডায়েরিয়া হলে শরীরে পানির ঘাটতি দেখা দেয়। এ সময় শরীরে ইলেক্ট্রোলাইটের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে ডাবের পানি ভীষণ উপকারী। এতে থাকা সোডিয়াম, পটাশিয়াম শরীরে পানির ঘাটতি পূরণে সাহায্য করে এবং শরীরকে চাঙা রাখে।

কোষ্ঠকাঠিন্য 

কোষ্ঠকাঠিন্য কমবেশি প্রত্যেকেরই নিয়মিত সমস্যা। বেশিরভাগ মানুষ এ সমস্যায়  ভোগেন। তাই কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই পেতে আলুবোখরার রসের ওপর ভরসা রাখতে পারেন। আলুবোখরায় সরবিটল নামক যৌগ থাকে। এই যৌগ মল নরম করতে সাহায্য করে। তাই কোষ্ঠকাঠিন্য রুখতে নিয়ম করে আলুবোখরার রস খান।

পেটের সংক্রমণ

যারা ঘন ঘন পেটের সংক্রমণে ভুগে থাকেন, তারা ডায়েটে দইয়ের ঘোল খান। কারণ এতে পেটের জন্য বেশ কিছু উপকারী ব্যাক্টেরিয়া থাকে, যা সংক্রমণ রুখতে সাহায্য করে। আর ঘোলে থাকে প্রোবায়োটিক ও বায়োঅ্যাক্টিভ যৌগ, যা অন্ত্রের সামগ্রিক স্বাস্থ্যরক্ষায় সাহায্য করে থাকে।

 

মন্তব্য (০)





image

শীতকালে হার্ট অ্যাটাকের আশঙ্কা কেন বাড়ে?

নিউজ ডেস্ক : দরজায় নাড়ছে শীত। গরমের মাঝেই শীতের আমেজ পাওয়া যাচ্ছে। আর শী...

image

রাতে দুধ খাওয়া ভালো নাকি খারাপ, কী বলছে চিকিৎসাবিজ্ঞান

নিউজ ডেস্ক : আমাদের দেশীয় সংস্কৃতিতে রাতে শোবার আগে এক গ্লাস গরম দুধ পান...

image

কফি প্রেমীদের জন্য হার্ভার্ড চিকিৎসকের ৭ পরামর্শ

নিউজ ডেস্ক : অনেকেই কফি ছাড়া দিন শুরুই করতে পারেন না। সকালে কফির ঘ্রাণে ...

image

‎সবজি দেখলেই আতঙ্কিত হন? তাহলে আপনারও আছে ‘ল্যাকানোফোবিয়া’

লাইফস্টাইল ডেস্ক: খাবারের প্লেটে সবজি দেখলে অনেকের মধ্য...

image

ডেস্কে বসেই কাজ করতে হলে হার্টের যত্ন নিবেন যেভাবে

নিউজ ডেস্ক : যদি আপনার কাজের জন্য দিনের বেশিরভাগ সময় ডেস্কে বসে থাকতে হয়...

  • company_logo