• লাইফস্টাইল

চোখের চাপ কমাবেন কীভাবে

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  রীরের অন্যান্য অঙ্গের মতো চোখেরও যত্ন প্রয়োজন। অথচ ঘুম ছাড়া চোখের বিশ্রাম হয় না বললেই চলে। এতে চোখের উপর চাপ পড়ে। চোখের চাপ কমাতে কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন-

২০-২০-২০ সূত্র

প্রতি ২০ মিনিট পর পর ২০ ফুট দূরের কোনো বস্তু বা স্থানের দিকে ২০ সেকেন্ড তাকিয়ে থাকুন। এটি চোখের পেশির চাপ কমাতে ভূমিকা রাখে। 
চোখের পলক ফেলা : মাঝেমধ্যে উচ্ছাকৃতভাবে চোখের পলক ফেলুন। এতে চোখ আর্দ্র থাকবে। চোখের শুষ্কতা দূর হবে। এই অভ্যাস দৃষ্টি ঝাপসা হওয়া রোধ করে। 

খাবার 

বিভিন্ন ধরনের খাবার যেমন-পালং শাক,ভুট্টা, পেঁপে ইত্যাদি দৃষ্টি সমস্যা দূর করতে সাহায্য করে। 
বিশ্রাম : মাঝে মাঝে কিছুক্ষণ চোখ বন্ধ করে লাকুন। চোখের উপর হালকা গরম কাপড় রাখলে রক্ত সঞ্চালন উন্নত হয়। 
ঘরের আলো

ঘরে তীব্র আলো ব্যবহার এড়িয়ে চলুন। এর বদলে মৃদু আলো ব্যবহার করুন। 

স্ক্রিন ব্যবহারের সতর্কতা

আজকাল আমাদের বেশিরভাগ সময় কাটে স্ক্রিন ব্যবহারে। এতে চোখের উপর চাপ পড়ে। স্ক্রিনগুলো হাতের দূরত্বে এবং চোখের লেভেলের সামান্য নিচে রাখলে আলো সরাসরি চোখে পড়া কমে। 

বাইরে সময় কাটান

প্রতিদিন ২০ মিনিট বাইরে সময় কাটানোর চেষ্টা করুন। এ সময় চোখকে বিভিন্ন দূরত্বে ফোকাস করুন। তাহলে চোখের উপর চাপ কমবে। 

 

মন্তব্য (০)





image

কফি নাকি চা: ডায়াবেটিস রোগীদের জন্য কোনটি ভালো?

নিউজ ডেস্ক : কফি কিংবা চা- দুই পানীয়ই প্রতিদিনের জীবনের অংশ। তবে ডায়াবেট...

image

অতিরিক্ত কার্টুন দেখা শিশুদের যেসব সমস্যা হতে পারে

নিউজ ডেস্ক : তথ্য প্রযুক্তির এই যুগে শিশুরা বেশ এগিয়ে। মোবাই...

image

মিষ্টি না খেয়েও ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, নেপথ্যে কোন কারণ?

নিউজ ডেস্ক : মিষ্টিজাতীয় খাবার খেলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়। আবা...

image

সবজি ও ফলের আচার যেভাবে সংরক্ষণ করবেন

নিউজ ডেস্ক : শরতে বিভিন্ন ধরনের সবজি এবং ফলের আচার করা হয়। বিশেষ করে আমড়...

image

স্বাদের বাইরে মশলাদার খাবারেও আছে স্বাস্থ্যগুণ

নিউজ ডেস্ক : অনেকেই ঝাল খাবারের স্বাদ উপভোগ করেন, তবে মরিচের...

  • company_logo