
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : চালতা দিয়ে তৈরি হয় নানা রকম মুখরোচক খাবার- চালতার ডাল কিংবা চালতা মাখা এর মধ্যে বেশ জনপ্রিয়। তবে স্বাদে ও সংরক্ষণে চালতার আচারও কম যায় না। দীর্ঘদিন রাখা যায় এমন এই আচার খাওয়ার রুচি বাড়াতেও অসাধারণ। চলুন জেনে নিই চালতার আচার তৈরির পদ্ধতি—
যা লাগবে
যেভাবে বানাবেন
প্রথমে চালতার খোসা ছাড়িয়ে টুকরা করে ধুয়ে নিন। একটি পাত্রে পানি নিয়ে তাতে হলুদ ও লবণ দিয়ে চালতার টুকরাগুলো সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে ঠান্ডা করে থেতলে নিন। এরপর পাঁচফোড়ন ও শুকনা মরিচ হালকা টেলে আধাভাঙা গুড়া তৈরি করুন।
আচার বানানোর জন্য কড়াইতে তেল গরম করে রসুন কুচি দিন। হালকা লালচে হলে তাতে মরিচ ও পাঁচফোড়নের গুড়া মিশিয়ে দিন। এবার চালতার টুকরা দিয়ে ভালোভাবে নাড়ুন। চিনি ও লবণ স্বাদমতো দিয়ে মিশিয়ে শুকনো হয়ে এলে নামিয়ে নিন। ঠান্ডা করে এয়ারটাইট বয়ামে ভরে দীর্ঘদিন সংরক্ষণ করুন।
নিউজ ডেস্ক : কফি কিংবা চা- দুই পানীয়ই প্রতিদিনের জীবনের অংশ। তবে ডায়াবেট...
নিউজ ডেস্ক : রীরের অন্যান্য অঙ্গের মতো চোখেরও যত্ন প্রয়োজন। অথচ ঘু...
নিউজ ডেস্ক : তথ্য প্রযুক্তির এই যুগে শিশুরা বেশ এগিয়ে। মোবাই...
নিউজ ডেস্ক : মিষ্টিজাতীয় খাবার খেলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়। আবা...
নিউজ ডেস্ক : শরতে বিভিন্ন ধরনের সবজি এবং ফলের আচার করা হয়। বিশেষ করে আমড়...
মন্তব্য (০)