
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম গোলামহোসেইন মোহসেনি এজেই বলেছেন, বৈশ্বিক আধিপত্যবাদী শক্তির কাছে তার দেশ কখনো আত্মসমর্পণ করবে না। খবর মেহের নিউজ।
ইরাকের ন্যাশনাল উইজডম মুভমেন্টের নেতা সাইয়্যেদ আম্মার আল-হাকিমের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।ইরাকের এই প্রভাবশালী নেতা বর্তমানে ইরানে অবস্থান করছেন।
মোহসেনি এজেই বলেন, সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাপ্রবাহ প্রমাণ করছে যে শত্রুরা শক্তিশালী ও প্রগতিশীল ইসলামকে মেনে নিতে পারে না এবং মুসলমানদের শক্তি সহ্য করতে পারে না।
তিনি জোর দিয়ে বলেন, তেহরান কখনো যুদ্ধ শুরু করেনি এবং ভবিষ্যতেও করবে না, তবে বৈশ্বিক আধিপত্যবাদী শক্তির কাছেও আত্মসমর্পণ করবে না।
তিনি আরও বলেন, ‘আমরা চাপিয়ে দেওয়া যুদ্ধ বা চাপিয়ে দেওয়া শান্তি— কোনোটিই মেনে নেব না। এটাই আমাদের বিপ্লবের দুই নেতার বারবার উচ্চারিত সুস্পষ্ট নীতি। আমরা শত্রুদের প্রতিটি পদক্ষেপ ও ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ আছি।’
অন্যদিকে, সাইয়্যেদ আম্মার আল-হাকিম উল্লেখ করেন, ইরান ও ইরাকের সম্পর্ক কেবল দুই দেশের কিংবা দুই প্রতিবেশীর সম্পর্ক নয়, এর চেয়েও গভীর।
নিউজ ডেস্ক : ট্রেডমার্ক বিতর্কে পাকিস্তানের সাত্তার বকশের কাছে হেরে গেছে...
নিউজ ডেস্কঃ প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল তু...
নিউজ ডেস্কঃ নেপালে অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন তিন মন্ত্রী...
নিউজ ডেস্কঃ দুই বছর আগে মণিপুরে ঘটে যাওয়া প্রায় ২৫০ জ...
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ...
মন্তব্য (০)