• আন্তর্জাতিক

রাশিয়া–ইউক্রেন আলোচনা স্থগিত: ক্রেমলিন

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের আলোচক দলগুলোর মধ্যে যোগাযোগ আপাতত স্থগিত রয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

শুক্রবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আলোচনার জন্য স্থাপিত যোগাযোগ চ্যানেল কার্যকর থাকলেও বর্তমানে সেগুলো ব্যবহার করা হচ্ছে না। চ্যানেলগুলো আছে, কাজ করছে। আমাদের আলোচকরা এগুলো ব্যবহার করার সুযোগ রাখেন। তবে এখন বলা সঠিক হবে—আলোচনা বিরতিতে রয়েছে।

গত মে মাস থেকে তুরস্কের ইস্তান্বুলে তিন দফা আলোচনায় দুই দেশ বন্দি বিনিময় ও নিহত সেনাদের দেহ ফেরত দেওয়ার বিষয়ে চুক্তিতে পৌঁছেছিল। সর্বশেষ বৈঠকে বেসামরিক নাগরিক, যৌথ কর্মীদল এবং মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবও আলোচনা হয়।

পেসকভ বলেন, রাশিয়া সংলাপে বসতে সবসময় প্রস্তুত। তবে ইউরোপ এই প্রক্রিয়ায় বাধা দিচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে শান্তিপূর্ণ সংলাপের ইচ্ছা অব্যাহত আছে। কিন্তু ইউরোপীয়রা তা ব্যাহত করছে—এটা গোপন কিছু নয়।

তিনি সতর্ক করে দেন, আলোচনায় তাৎক্ষণিক ফল আশা করা উচিত নয়। এ প্রসঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করে বলেন, ট্রাম্পও প্রথমে দ্রুত সমাধানের আশা করলেও পরে অবস্থান পরিবর্তন করেছেন।

রাশিয়া-বেলারুশের যৌথ সামরিক মহড়া নিয়ে ইউরোপের প্রতিক্রিয়া সম্পর্কে পেসকভ বলেন, এসব প্রতিক্রিয়া ‘আবেগপ্রবণ’। তার দাবি, আগে প্রতিবেশী দেশগুলোর পর্যবেক্ষণ করার সুযোগ থাকত, কিন্তু পশ্চিমা ইউরোপের ‘বৈরী অবস্থানের কারণে’ এখন তা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, রাশিয়া কখনোই কোনো ইউরোপীয় দেশকে হুমকি দেয়নি বরং ন্যাটো ধারাবাহিকভাবে আমাদের সীমান্তের দিকে এগিয়ে আসছে। ইউরোপই ন্যাটোর অংশ হয়ে শান্তি ও স্থিতিশীলতার পরিবর্তে মুখোমুখি অবস্থান সৃষ্টি করছে।

মন্তব্য (০)





image

পাকিস্তানের ‘সাত্তার বকশের’ কাছে হার মানল বিশ্বখ্যাত ‘স্ট...

নিউজ ডেস্ক : ট্রেডমার্ক বিতর্কে পাকিস্তানের সাত্তার বকশের কাছে হেরে গেছে...

image

এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা

নিউজ ডেস্কঃ প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল তু...

image

নেপালে অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন ৩ মন্ত্রী, মন্ত্রিসভ...

নিউজ ডেস্কঃ নেপালে অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন তিন মন্ত্রী...

image

'গো ব্যাক মোদি’ স্লোগানে উত্তাল মণিপুর

নিউজ ডেস্কঃ দুই বছর আগে মণিপুরে ঘটে যাওয়া প্রায় ২৫০ জ...

image

‘মহান মিত্র’ কাতারের ইস্যুতে ইসরাইলকে সতর্ক থাকতে বললেন ট...

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ...

  • company_logo