• গণমাধ্যম

সাংবাদিক তুহিন হত্যা: ব্রাহ্মণবাড়িয়ায় মুখে কালো কাপড় বেধে মানববন্ধন

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-কে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মুখে কালো কাপর বেধে মৌন মানববন্ধন করেছে।

সোমবার  সকাল ১১ টায় টিএরোডে জেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, জেলা সিপিবি সাধারণত সম্পাদক সাজিদুর ইসলাম,রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, আমিনুল ইসলাম আহাদ, যুগ্ম-সাধারন সম্পাদক সোহেল সরকার, সাং গঠনিক সম্পাদক শেখ মোঃ নাদিম,দপ্তর সম্পাদক হালিমা খানম,ক্লাবের সদস্য আবদুল কাইয়ুম, ইয়াছিন মাহমুদ,বিডি টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি শেখ রাজেন, অগ্রযাত্রার স্টাফ রিপোর্টার হারুন আল রশীদ প্রমুখ।উক্ত মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে সাংবাদিকরা বলেন,  সাগর-রুনিসহ দেশের সব সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের সুষ্ঠু বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি  দাবি করেন। তারা বলেন, সাংবাদিকদের জাতির চতুর্থস্তম্ভ বলা হলেও দেশে তাদের কোনো নিরাপত্তা নেই। দায়িত্ব পালনের সময় প্রকাশ্যে গলা কেটে হত্যার মতো ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও বাক-স্বাধীনতার জন্য বড় হুমকি। এসব হামলা ও হত্যাকাণ্ডের যথাযথ বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। 

সাংবাদিকসহ সব গণমাধ্যম কর্মী ও সংবাদপ্রেমী নাগরিকদের এসব হত্যাকাণ্ড ও নির্যাতনের প্রতিবাদে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।  এই বর্বরোচিত হত্যাকাণ্ড গণমাধ্যমের কণ্ঠরোধ এবং মুক্ত সাংবাদিকতার ওপর নগ্ন হামলা বলে দাবী করেন তারা।

মন্তব্য (০)





image

‎গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ রিভিউর দাবি সাংবাদিকদের

নিউজ ডেস্কঃ গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ রিভিউর করার দাব...

image

সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পা...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা প্রেসক্লাবের ২০২৫-২৬...

image

‎নো ওয়েজ বোর্ড, নো মিডিয়ার সঙ্গে আমি একমত: প্রেস সচিব

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলে...

image

আমার দেশ পত্রিকার কুমিল্লা প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মাম...

দিনাজপুর প্রতিনধি: আমার দেশ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি...

image

‎ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির...

  • company_logo