• লিড নিউজ
  • স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৫

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ডেঙ্গু আক্রান্তদের মধ্যে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯৮ জনে। এদের মধ্যে ৫৬ জন পুরুষ ও ৪২ জন নারী। গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৫ জন। তাতে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সেবা নেওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৭৩৫ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ (২৩)। নারীদের মধ্যে একজনের বয়স ৬০ ও অপরজনের বয়স (১৩)।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৩০৬ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেয়েছেন ২২ হাজার ৩০৪ জন। অন্যদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৭৩৫ জন। তাদের মধ্যে ৫৮ দশমিক ৭০ শতাংশ পুরুষ এবং ৪৩ দশমিক ৩০ শতাংশ নারী।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয় জুলাই মাসে। জুনে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি। চলতি মাসের ৯ আগস্ট পর্যন্ত ২ হাজার ৭৫৫ জন। এদের মধ্যে মারা গেছেন ১৫ জন। 

২০২৪ সালে এ নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ এক হাজার ২১৪ জন। এদের মধ্যে ৫৭৫ জনের মৃত্যু হয়।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৩৬

নিউজ ডেস্ক : সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮...

image

‎চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন শিক্ষা প্র...

image

‎ঢামেকে জন্ম নেওয়া ৬ যমজের মধ্যে ৪ জনেরই মৃত্যু

নিউজ ডেস্কঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নে...

image

ইতিহাস গড়ল বাংলাদেশের আবিষ্কৃত সেই করোনার টিকা

নিউজ ডেস্কঃ এবার ইতিহাস গড়ল বাংলাদেশের আবিষ্কৃত সেই করোনার ট...

image

ইতিহাস গড়ল বাংলাদেশের আবিষ্কৃত সেই করোনার টিকা

নিউজ ডেস্কঃ এবার ইতিহাস গড়ল বাংলাদেশের আবিষ্কৃত সেই করোনার ট...

  • company_logo