• রাজনীতি

মব উৎপাদনের দায় সরকারের: রাশেদ খাঁন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ‘সরকার যতদিন আইনের শাসন প্রতিষ্ঠা করবে না, ততদিন সমাজ থেকে মবোক্রেসি বন্ধ হবে না। মব উৎপাদনের দায় পুরোপুরি সরকারের। সরকারের দুর্বলতার কারণেই মবের ঘটনা ঘটছে’ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যে বিপ্লবী চরিত্র জনগণ প্রত্যাশা করেছিল, তার কোনো কিছু পরিলক্ষিত হচ্ছে না।’

আজ সোমবার (২৩ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, গতকাল মবোক্রেসির মাধ্যমে লাঞ্ছিতের পর বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার গ্রেপ্তার হয়েছে।

মবোক্রেসি ও লাঞ্ছনার ঘটনা খুবই দুঃখজনক। সরকার মবের সাথে জড়িতদের গ্রেপ্তারের কঠোর হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো- এই মব উৎপাদনের সাথে সরকার জড়িত নয় কি?

রাশেদ খাঁন বলেন, সরকারের মাথায় কেন বিতর্কিত ৩টা একতরফা, নৈশ ও ডামি নির্বাচনের সাথে জড়িত কমিশন, সচিব, ডিসি, এসপি এবং আওয়ামী লীগের ডামি, মামি, স্বতন্ত্রনামধারীদের এমপি ও মন্ত্রীদের গ্রেপ্তার, সম্পদ বাজেয়াপ্তের চিন্তা কাজ করে না? উল্টো আমি অসংখ্যবার বলেছি, এই সরকারের উপদেষ্টারা সাবের-মান্নানসহ বেশকিছু ডামি এমপির জামিন করিয়েছে, পুনর্বাসন করছে। যেসব এমপিদের টাকা ও উপদেষ্টাদের সাথে বন্ধুত্ব ও আত্নীয়তার সম্পর্ক তারা ধরাছোঁয়ার বাইরে।

যেসকল মাফিয়া সম্পদশালী ব্যবসায়ী গোষ্ঠী হাসিনার অবৈধ সাম্রাজ্য গঠনে সহযোগিতা করেছিলো, তারাও ধরাছোঁয়ার বাইরে। সরকার যদি এদের শাস্তির আওতায় না এনে অপরাধীদের ধরাছোঁয়ার বাইরে রাখে, তাহলে কি মব উৎপাদনের জন্য সরকার রসদ জোগাচ্ছে না?
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যে বিপ্লবী চরিত্র জনগণ প্রত্যাশা করেছিল, তার কোনো কিছু পরিলক্ষিত হচ্ছে না। এখনো পর্যন্ত আওয়ামী লীগের ৩০০০ মাথাওয়ালা ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়নি। শেখ পরিবারের একজনকেও সরকার পাকড়াও করেনি।

গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত কতজনকে ধরা হয়েছে? তাহলে গণহত্যার বিচার সরকার কিভাবে করতে চায়?

মন্তব্য (০)





image

এবার গণহত্যার বিচার চেয়ে সোহেল তাজের স্ট্যাটাস

নিউজ ডেস্কঃ  ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ স...

image

শুধু হাসিনা নয়, আ. লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ  জুলাই গণহত্যায় শুধু শেখ হাসিনা নয়, ফ্যাসিবাদের পক্ষে যারা ক...

image

শামীম হায়দারের নেতৃত্বে আ. লীগের পুনর্বাসন হতে যাচ্ছে: রা...

নিউজ ডেস্কঃ গতকাল (৭ জুলাই) মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে ব্যারিস্টার শাম...

image

দখলদার-চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না: রিজভী

নিউজ ডেস্কঃ দখলদার-চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না বলে জানিয়েছেন দলটির...

image

‘এই প্রজন্ম শেখ হাসিনাকে হঁঠাতে পেরেছে, কিন্তু প্রেসিডেন্...

পাবনা প্রতিনিধিঃজাতীয় নাগরিক কমিটি (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, &lsq...

  • company_logo