• গণমাধ্যম

অর্থের অভাবে সহকর্মী সাংবাদিক মাসুদ চিকিৎসার জন্য চান সহযোগীতা

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গত ২০শে মার্চ ২০১৪ সালে সড়ক দুর্ঘটনায় ডান পায়ে গুরুতর আঘাত পেয়ে আহত সাংবাদিক মাসুদ দীর্ঘ ১১ বছর ধরে চিকিৎসার জন্য সংগ্রাম করছেন। তবে, অর্থের অভাবে তার অস্ত্রোপচার সম্ভব হয়নি। বর্তমানে তিনি “দৈনিক বাংলাদেশ সমাচার” ও “দৈনিক নবতান” পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

তিনটি স্তরের চিকিৎসা প্রয়োজন হলেও, মাসুদ দীর্ঘদিন ধরে বিনা চিকিৎসায় ভুগছেন। তার পরিবার বর্তমানে কোনো উপার্জনক্ষম সদস্যের অভাবে দুর্বিষহ জীবনযাপন করছে। সাংবাদিক মাসুদের পরিবার বর্তমানে সমাজের বিত্তবানদের সহায়তা ও সরকারের সাহায্য কামনা করেছে।

মাসুদ বলেন, “আমাদের ভিটেবাড়িসহ যা ছিল, সব বিক্রি করে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। এখন আর পারছি না। কী করবো, কিছুই বুঝতে পারছি না। জরুরিভাবে আবার অপারেশন করাতে হবে বলছেন এখানকার চিকিৎসকরা। কিন্তু বর্তমানে কোনোভাবেই কিছু করতে পারছি না।”

প্রথম সারির একাধিক গণমাধ্যমে ঠাকুরগাঁও প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা মাসুদ বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতালেও চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য পরিবারের সমস্ত সঞ্চয় শেষ হয়ে গেছে। গত ৮ মাস থেকে সমস্যা বেশি বৃদ্ধি হয়।  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে রেফার করা হয়। তবে, অর্থের অভাবে তার উন্নত চিকিৎসা করা সম্ভব হচ্ছে না।

অত্যন্ত কষ্টের সঙ্গে সাংবাদিক মাসুদ জানান, “বিক্রি করতে হয়েছে আমাদের জমি, তবে এখন আর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে পারছি না।” তাঁর চিকিৎসার জন্য সাহায্য পাঠানোর জন্য, যোগাযোগ করা যাবে নিম্নলিখিত নম্বরে: নগদ অথবা বিকাশে সহযোগিতা পাঠানোর নম্বর: 01762907294 সাংবাদিক মাসুদ ও তার পরিবারের জন্য সমাজের বিত্তবানরা এবং সরকারের সাহায্য কামনা করেছেন। সকলের কাছে দোয়া চান।

মন্তব্য (০)





image

‎গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ রিভিউর দাবি সাংবাদিকদের

নিউজ ডেস্কঃ গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ রিভিউর করার দাব...

image

সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পা...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা প্রেসক্লাবের ২০২৫-২৬...

image

‎নো ওয়েজ বোর্ড, নো মিডিয়ার সঙ্গে আমি একমত: প্রেস সচিব

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলে...

image

আমার দেশ পত্রিকার কুমিল্লা প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মাম...

দিনাজপুর প্রতিনধি: আমার দেশ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি...

image

‎ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির...

  • company_logo