• লিড নিউজ
  • জাতীয়

প্রথম সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করবেন ড. মুহাম্মদ ইউনূস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের স্বাস্থ্য খাত সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে সিভিল সার্জন সম্মেলনের। দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

সোমবার (১২ মে) শুরু হওয়া এই সম্মেলন চলবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত।

জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করবেন ড. মুহাম্মদ ইউনূস। এ সম্মেলনের কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। কার্য অধিবেশনগুলো স্বাস্থ্যসংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিবসহ সিনিয়র কর্মকর্তারা দিকনির্দেশনা দেবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি বছর ৬৪ জেলা প্রশাসকদের নিয়ে ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জেলার নানা বিষয় উঠে আসে। এবার সেই আদলে ৬৪ জেলার স্বাস্থ্য প্রশাসকদের নিয়ে প্রথমবার সিভিল সার্জন সম্মেলন হতে যাচ্ছে। দুই দিনব্যাপী এ সম্মেলনের আগে জেলার স্বাস্থ্যসেবার সমস্যা ও চ্যালেঞ্জগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। সিভিল সার্জনরা তাদের মতামত মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের স্বাস্থ্য সমস্যা তুলে ধরে বক্তব্য রাখবেন দুজন সিভিল সার্জন। সম্মেলনে আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—বাল্যবিয়ে প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের ভূমিকা, গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, টিকাদান কর্মসূচির বাস্তবায়ন, জনবল সংকট, অবকাঠামোগত সমস্যা, বাজেট বরাদ্দের স্বচ্ছতা ও জবাবদিহিতা।

এ ছাড়া বিভিন্ন জেলা হাসপাতালে শয্যা বাড়ানোর প্রস্তাবও উঠবে সম্মেলনে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, সম্মেলনে দেশের স্বাস্থ্যসেবা সম্পর্কে মানুষের অসন্তোষ ও নানা দিক নিয়ে আলোচনা করা হবে। এতে স্বাস্থ্য খাত ঢেলে সাজানোর নানা কৌশল নিয়ে গুরুত্ব দেওয়া হবে।

 

মন্তব্য (০)





image

রংপুরে বাস চাপায় একই পরিবারের এসএসসি পরিক্ষাথীসহ তিনজন নিহত

রংপুর ব্যুরোঃ রংপুরের কাউনিয়ায় বাস-মোটর সাইকেলের সংঘষে এসএসসি পরীক্ষার্থীসহ এ...

image

প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবার নিজ এলাকায় যাচ্ছেন ড. ইউনূস

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর...

image

লড়াই এখনও বাকি: উপদেষ্টা মাহফুজ আলম

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আ...

image

দেশের স্বার্থে আমার ক্ষমতা কেন ব্যবহার করবো না: ড. মুহাম্...

নিউজ ডেস্কঃ দেশের স্বার্থে নিজের সবটুকু ক্ষমতা ব্যবহার করার ...

image

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন হয়ে গেছে: স্বরাষ্ট্...

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) ম...

  • company_logo