• রাজনীতি

ভারত পানি ব্যবহার করছে মারণাস্ত্র ও যুদ্ধাস্ত্র হিসেবে: মির্জা আব্বাস

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ পানি কখনোই মারণাস্ত্র হতে পারে না, যুদ্ধের অস্ত্রও হতে পারে না। কিন্তু একমাত্র ভারতই বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা পানি যুদ্ধের অস্ত্র ও মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার (৪ মে) বিকেলে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আয়োজিত গণপদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি রংপুর নগরীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মিজা আব্বাস বলেছেন আমরা চোখের পানিতে কারো কাছে কিছু চাইবো না। আমরা বকশিস চাই না,আমরা ভিক্ষা চাই না।আমরা হিসাবের পাওনা চাই। আমাদের হিসাবের পাওনা দিতে হবে,আজকে না হোক কাল,কাল না হয় পরশু দিতে হবে।

আন্দোলন শুরু হয়েছে এ আন্দোলন থামবে না।আমাদের কাছে কি ভারতের দেনা পাওনা নাই।ভুলে যাবেন না অনেক কিছু আছে।আমাদের তিস্তার পানি চাই, দিতে হবে।ফারাক্কার পানি চাই দিতে হবে।যেখানে যেখানে আমাদের অভিন্ন নদী আছে সেখানকার পানি আমরা চাই।

মির্জা আব্বাস বলেন, ‘আমরা ভারতের কাছে কিছু চাই না, শুধু পানি চাই। আমরা বকশিশ চাই না, ভিক্ষা চাই না—আমরা আমাদের ন্যায্য হিস্যার পানি চাই। আজ না হোক, কাল দিতে হবে। আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। পূর্ববর্তী সরকার ভারতের সঙ্গে এই হিসাব-নিকাশ করেনি, কারণ তারা সরকারে থাকার ইচ্ছায় ভারতকে চাপে ফেলেনি।’

তিনি আরও বলেন,‘আমাদের কাছে ভারতের অনেক কিছু রয়েছে—মংলা পোর্ট, চট্টগ্রাম পোর্ট—সব হিসাব করতে হবে।হিসাব করার সময় এসেছে। আমাদের তিস্তার পানি চাই, ফারাক্কার পানি চাই। দেশের যেখানে পানি দরকার, সেখানে তা দিতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা বহু আগেই পানির ন্যায্য হিস্যা পেতাম যদি শেখ হাসিনার নেতৃত্বে একটি সন্ত্রাসী সরকার না আসতো। তারা ভারতের কাছে কোনো দিন পানির দাবি তুলতে পারেনি।’

রংপুরের শাপলা চত্বরে বিএনপির ডাকা তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা নদী গণপদযাত্রা কমসুচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রী নেতাকমীরা অংশ গ্রহন করেন।এসময় তারা বলেন পানির ন্যায্য হিস্যা দিতে হবে।৫৪টি নদ নদীর পানি বন্ধ করে প্রমান করছে ভারত।তারা বলেন পানি সংকট,নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উত্তরবঙ্গবাসীর প্রাণের দাবি এখন তিস্তা রক্ষা।সেই দাবিকে ঘিরেই রংপুরে হচ্ছে ‘তিস্তা বাঁচাও গণপদযাত্রা’।

জনস্রোত নেমেছে সব শ্রেণিপেশার মানুষের।তিস্তার পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় উত্তরাঞ্চলের কৃষি ও জীবিকা আজ হুমকির মুখে। অবিলম্বে 

 

মন্তব্য (০)





image

অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ ঝাড়লেন হাসনাত

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের নয় মাস পেরিয়ে গেলেও গণহত্যার দৃশ...

image

ঘুষের মামলায় টিউলিপ সিদ্দিককে তলব করল দুদক

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ...

image

ব্যারিস্টার রাজ্জাকের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব...

image

১৭ বছর পর মাকে স্পর্শ করলেন জোবাইদা রহমান

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জো...

image

এবার আওয়ামী লীগ নিষিদ্ধে ঐক্যজোট

নিউজ ডেস্কঃ জুলাইয়ে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন...

  • company_logo