
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মহান মে দিবসে উপলক্ষ্যে রাজধানীতে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি। বৃহস্পতিবার (১ মে) দুপুর আড়াইটায় অনুষ্ঠানিক সমাবেশ শুরুর আগে সকাল থেকেই সমাবেশে যোগ দিতে শুরু করেছেন সারা দেশ থেকে আসা দলটির নেতাকর্মীরা। এসময় দেশাত্মবোধক গান ও গণসংগীতের মধ্য দিয়ে নেতাকর্মীদের উজ্জিবীত করা হচ্ছে
বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ স্থায়ী কমিটির সদস্যরাও যোগ দেবেন।
ইতোমধ্যে সমাবেশ মঞ্চে চলছে বিএনপি ঘরানার শিল্পীদের গান পরিবেশন। প্রথম পর্যায়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা দেশাত্মবোধক গান ও গণসংগীত পরিবেশন করছে।
আজ দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরাও যোগ দেবেন।
ইতোমধ্যেই সমাবেশস্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে এই শ্রমিক সমাবেশ শ্রমজীবী মানুষের মাঝে নিজের অধিকার প্রতিষ্ঠায় গণজোয়ার সৃষ্টি করবে বলে আয়োজকদের প্রত্যাশা।
নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের নয় মাস পেরিয়ে গেলেও গণহত্যার দৃশ...
নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব...
নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জো...
নিউজ ডেস্কঃ জুলাইয়ে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন...
মন্তব্য (০)