
ছবিঃ সংগৃহীত
অনলাইন ডেস্কঃ বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের সতর্কতা এক ধাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে তৃতীয় ধাপের সতর্কতা অবলম্বনের অর্থাৎ ভ্রমণের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে দেশটি।
এ ছাড়া বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকা ভ্রমণে সর্বোচ্চ অর্থাৎ চতুর্থ ধাপের সতর্কতা (ভ্রমণ না করা) ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশ ভ্রমণ নির্দেশিকা হালনাগাদ করা হয়েছে।
ভ্রমণ নির্দেশিকায় বলা হয়েছে, গত বছর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর নাগরিক অস্থিরতা এবং সহিংস সংঘাত অনেকাংশে কমে গেছে। মাঝে মাঝে বিক্ষোভ হয়। সেগুলো সহিংস সংঘর্ষে রূপ নেওয়ার সম্ভাবনা থাকে। স্বল্প সময়ের মধ্যে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে।
যুক্তরাষ্ট্রের নাগরিকদের সব সমাবেশ, এমনকি শান্তিপূর্ণ সমাবেশও এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর কারণ হিসেবে পররাষ্ট্র দপ্তর বলেছে, খুব কম সময়ের মধ্যে বা কোনো সতর্কতা ছাড়া সমাবেশগুলো সহিংস হয়ে উঠতে পারে।
কোনো দেশে ভ্রমণের আগে পরিস্থিতি বুঝে ভ্রমণের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা করার পরামর্শ দিতে তৃতীয় ধাপের সতর্কতা জারি করা হয়। মূলত এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশ ভ্রমণে নিরুৎসাহিত করা হয়ে থাকে।
ঝুঁকির কারণে বাংলাদেশে কর্মরত যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের ঢাকায় কূটনৈতিক এলাকার বাইরে অপ্রয়োজনীয় চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে। ঝুঁকির কারণে বাংলাদেশে কর্মরত যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের ঢাকার বাইরে কক্সবাজার ও সিলেট ছাড়া অন্য কোনো জেলায় যেতে বিশেষ অনুমতির প্রয়োজন হবে।
অনলাইন ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্...
অনলাইন ডেস্কঃ সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য পুনরায় ভিজিট (ভ্রমণ) ভিসা চ...
অনলাইন ডেস্কঃ ভারত সামরিক পদক্ষেপ শুরু করলে পাকিস্তান পারমাণবিক অস্ত্রসহ...
অনলাইন ডেস্কঃ সিন্ধু নদীর ওপর কোনো ধরনের বাঁধ নির্মাণ করে পানি প্রবাহ ব...
নিউজ ডেস্কঃ কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য আলজেরিয়ার সঙ্গে দ্র...
মন্তব্য (০)