• অর্থনীতি

ইএফডিতে ভ্যাট দিয়ে পুরস্কার পেলেন ১০১ জন

  • অর্থনীতি
  • ০৮ ফেব্রুয়ারী, ২০২১ ১৭:৩৩:৩৭

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইএফডি (ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস) মেশিনে ভ্যাট দিয়ে পুরস্কার পেয়েছেন ১০১ জন। জানুয়ারি মাসে জমা হওয়া চালান লটারির মাধ্যমে এসব ভাগ্যবানকে নির্বাচিত করা হয়েছে।

গত শুক্রবার সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে লটারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এনবিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ ক্যাটাগরিতে করদাতাদের নগদ অর্থ পুরস্কার হিসেবে দেয়া হবে। প্রথম পুরস্কার এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৫টি ২৫ হাজার টাকা মূল্যমানের এবং চতুর্থ পুরস্কার ৯৪টি ১০ হাজার টাকা মূল্যমানের।

প্রথম পুরস্কারপ্রাপ্ত চালান নম্বর হচ্ছে-002221GEMMWAK039, দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত চালান-001820SPXYAOH781,  তৃতীয় পুরস্কারপ্রাপ্ত চালানগুলো হচ্ছে- 002120DXEDECM637, 000821FSCBXOM039, 000121QTFUAPX752, 000021HEFLEHY957, 002821CUJXPDM679। চতুর্থপুরস্কারপ্রাপ্ত চালানগুলো হচ্ছে- 002120DXEDECM637, 000821FSCBXOM039, 000121QTFUAPX752, 000021HEFLEHY957, 002821CUJXPDM679, 001321CMSIORM304, 001220OUJVGRT613, 001621ZYVLTWF244, 001920ΕΥΡΜTRZ612, 002320OZANMFA302, 002020DPAAHCU008, 002821BMGYXYT928, 000121GQMPVKU262, 002021JWGXEEB861, 002520IMOHOFV483, 000921ICYAQFY023, 002620SAFKMVQ598, 001420WEKJOYI414, 0033210ADCJLH062, 001321PRALIZB998,

002020YΗΝΙΝΜ328, 000121ZYOINOC520, 001520LDVRVDC313, 000221AGPLPXW108, 002520WYPEWLT768, 003321OGLLUZD740, 003220SDICJMK662, 000020YBEMRIJ661, 002620KUUOCYO167, 002620SAFKMVQ971, 000020HEWVNCU074, 001321USLBLYJ676, 001320EDSUDTA231, 000121BJLLKVU341, 002221NLLPXXQ296, 000220GKVGHZH862, 001421EPDXJEO175, 003221OXGCEKB377, 000921KQSTFXR034, 003020EULVXZU129, 002220VLNUPST589, 001321QCABUNT168, 003221RXYUFMC009,

002221NXXFEDH057,000021QFIJHPD135, 003221MKTYJQV624, 000520VUDOZUN077, 000221MVHQAGD013, 002421PWVMEUI742, 003120ZGMQQRN503, 003321EIKDEAR770, 002921KMPVKHR290, 001321HXNBOXD559, 000121NVBLJLY328, 000020SEUHYKG975, 000021XPOVUBN851, 001321CMSIORM757, 000021ULHHFZQ769, 000720TVAPSQD015,

002521RAWOPHG268, 000421KIGGLOU021, 000221CKBOYEU137, 002520WKALWDO138, 000320IJRALZR461, 001321MLHCKWB012, 001920PMNWXKE261, 002421AKGTPQG716, 000121CZUNSHO314,000121HFGDZDY712, 000121AYBYPLK192, 001321WDXBOAW354, 002821ZMRRMZW513, 002121JOEIWAU605, 002021LEOWZPM337, 001121LZIIUTV723, 000120PUASCLQ151, 001320XWCCTOD409, 000421KIGGLOU333, 000021ECMBNDX900, 000121HFGDZDY114,000121IUCQCRF207, 002420BBKURBY408, 002320KXCHVRN943, 000121MXBDADT444, 001321BNHKPDL608,
003321QEECPGO040, 001321VYNDWIC544, 000021HRSZOWU658, 002821WFTFPSF012, 000921OLWMRCU169, 002020VODMTFR888, 003221UAFFEQU821, 000021HRWOGAQ855, 003221WWGDPYM366, 001321RKTFFEZ480, 001321LWQXTTP210, 001920FRUFPLK679, 001321ULSXPYL342, 001321BYEFNFX422।

এনবিআর সূত্র জানায়, লটারিতে বিজয়ীকে যে কোনো ভ্যাট কমিশনারেটে পুরস্কারের জন্য এনবিআরের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। যে মাসে লটারি ড্র হবে, সে মাসের শেষ কার্যদিবসের মধ্যে পুরস্কারের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ জানুয়ারি মাসে যারা বিজয়ী হয়েছেন, তাদের কুপনগুলো যেকোনো কমিশনারেটে ২৮ ফেব্রুয়ারির মধ্যে পুরস্কার প্রাপ্তির জন্য আবেদন করতে হবে। এছাড়া পুরস্কার পেতে কোনো সমস্যা হলে ০১৯৬৩৬৩৬৫৫৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo