• আন্তর্জাতিক

‘ফানি ভিডিও’ বানাতে হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ, যুবকের মৃত্যু

  • আন্তর্জাতিক
  • ০৮ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:৩৪:৩২

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গা নদীতে ঝাঁপ দেওয়ার সময় ভিডিও করতে গিয়ে তলিয়ে গেলেন এক যুবক। পাঁচ বন্ধু মিলে ‘ফানি ভিডিও’ তৈরি করার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী রোববার (৭ ফেব্রুয়ারি) মোটরবাইকে করে তারা দ্বিতীয় হুগলি সেতুর ওপর পৌঁছে যান।   

সেলফি নেওয়ার পর, মোবাইলের ভিডিও ক্যামেরা চালু করে দুই যুবক সেখান থেকে ঝাঁপও দেন গঙ্গায়। তাদের মধ্যে একজন গঙ্গার স্রোতে তলিয়ে যান। এর মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে, তারা সবাই তিলজলার বাসিন্দা।

পুলিশ জানায়, যে দুই তরুণ ঝাঁপ দেন, তাদের একজন টাস্তগির আলম এবং অপরজন জাকির সর্দার। পরে, ডুবুরি নামিয়ে ২৩ বছরের আলমকে উদ্ধার করা হয়েছে। কিন্তু জাকিরের এখনও খোঁজ মেলেনি। এ ঘটনায় হেস্টিংস থানায় অভিযোগ করেছে জাকিরের বাবা। অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

ওই দু’জন তলিয়ে যাওয়ায় বাকিরা নদীতে আর ঝাঁপ দেননি। প্রত্যেকেই সাঁতার জানতেন বলে জানা গেছে। এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা ও খতিয়ে দেখা হচ্ছে। নজরদারি এড়িয়ে তারা কী ভাবে দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ দিলেন সে প্রশ্ন উঠছে। এ জন্য সেতুর সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

মন্তব্য ( ০)





  • company_logo