• সমগ্র বাংলা

মুজিববর্ষ উপলক্ষে ১০০ ভাগ বিদ্যুৎতায়নে হাতীবান্ধার চরঅঞ্চলে সোলার বিতরণ 

  • সমগ্র বাংলা
  • ০৬ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:৩২:০৪

ছবিঃ সিএনআই

লালমনিরহাট  প্রতিনিধিঃ মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ২ নং গড্ডিমারী ইউনিয়নের অফগ্রীট চরঅঞ্চল সমূহে নেসকো লিমিটেডের নিজস্ব অর্থায়নে সোলার হোম সিস্টেম স্হাপন কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদ মাঠে অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট – ১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এম,পি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাহমুদুল হাসান সোহাগ সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ হাতীবান্ধা উপজেলা শাখা, প্রকৌশলী আব্দুল মতিন নির্বাহী প্রকৌশলী বিক্রয় বিতরণ বিভাগ, নেসকো, হাতীবান্ধা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমিনুল হক ডন,  সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।এ সময় প্রধান অতিথি বলেন, শতভাগ বিদ্যুতায়নের  অনেক ইউনিয়নে সোলার হোম সিস্টেম প্রদান করা হয়েছে এই কার্যক্রম অব্যাহত থাকবে। 

মন্তব্য ( ০)





  • company_logo