• সমগ্র বাংলা

চট্টগ্রাম মুরাদপুরে সংঘর্ষ : দুই পুলিশ সদস্য আহত

  • সমগ্র বাংলা
  • ২৭ জানুয়ারী, ২০২১ ১৩:০১:১১

ছবিঃ সিএনআই

মোহাম্মদ আলী রাশেদ, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে কেন্দ্র করে নগরীর মুরাদপুরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে।বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে কেন্দ্র থেকে এজেন্ট বের দেয়ার অভিযোগকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

এতে দুইজন পুলিশ কর্মকর্তা আহত হন।আহতরা হলেন-পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক আবদুল মোতলেব ও আবু তালেব। এসময় একজনকে আটক করা হয়। আওয়ামী লীগের এজেন্ট পরিচয়ে বিএনপির একজন কেন্দ্রে ঢোকার চেষ্টা করলে এ সংঘর্ষের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানা যায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি আবুল কাশেম ভুঁইয়া বলেন, মুরাদপুরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ থামাতে গিয়ে দুইজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

প্রসঙ্গত,বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে।

মন্তব্য ( ০)





  • company_logo