• কূটনৈতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জোয়ান ওয়াগনারের চট্টগ্রাম সফর

  • কূটনৈতিক সংবাদ
  • ১৫ ডিসেম্বর, ২০২০ ১৯:৩৯:৪২

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জোয়ান ওয়াগনার চট্টগ্রাম সফর কালে চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণ, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যেকার জোরালো অর্থনৈতিক সহযোগিতার প্রতি সমর্থন বিষয়ক আলোচনা এবং চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র সফল মহিলা উদ্যোক্তাদের সাথে কথা বলেন।

পাহাড়তলি টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলস’র পরিচালনাকারীদের সাথে সাক্ষাৎকালে তিনি বাংলাদেশের নিট ও ওভেন শিল্পে ব্যবহৃত সুতা উৎপাদনে যুক্তরাষ্ট্রে উৎপন্ন তুলা ব্যবহারের সম্ভাব্য সুযোগ বিষয়ে আলোচনা করেন, এবং উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্রের আমদানি সরাসরি বাংলাদেশের রফতানি বাণিজ্যকে সমর্থন করে। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সমৃদ্ধি উৎসাহিতকরণ এবং নারীসহ প্রথাগতভাবে কম প্রতিনিধিত্বশীল গোষ্ঠীর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে অংশীদারিত্ব বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।

মন্তব্য ( ০)





  • company_logo