• কূটনৈতিক সংবাদ

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে সেমিনার অনুষ্ঠিত

  • কূটনৈতিক সংবাদ
  • ১০ ডিসেম্বর, ২০২০ ১৪:০৯:৪৮

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্ক: সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মুজিব শতবর্ষ উপলক্ষে 'দেশ গঠনে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে অনুষ্ঠিত ওই সেমিনারে রিয়াদের বিভিন্ন শ্রেণিপেশার অভিবাসী ও দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) দূতাবাসের অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারটিতে উদ্বোধন করেন।
 
এ সময় রাষ্ট্রদূত বলেন, মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে সৌদি আরবে বসবাসরত অভিবাসীদের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করতে এ সেমিনারের আয়োজন করা হয়েছে। তিনি বঙ্গবন্ধুর শাসনামলে দেশ গঠনের ক্ষেত্রে বিভিন্ন উল্লেখযোগ্য বিষয় তুলে ধরেন।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু সমার্থক। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে ভালোভাবে জানতে হবে। তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই দুটি পাঠের পরামর্শ দেন। সেমিনার শেষে রাষ্ট্রদূত দূতাবাসের কনস্যুলার সেবা চত্বরকে বঙ্গবন্ধু চত্বর ঘোষণা করে এর উদ্বোধন করেন। 

মন্তব্য ( ০)





  • company_logo