• আন্তর্জাতিক
  • লিড নিউজ

‘পাকিস্তানের গুপ্তচর’ সন্দেহে কাশ্মীরে গ্রেফতার ১

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ০৯ অক্টোবর, ২০২০ ১৩:২৪:৫০

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের গুপ্তচর সন্দেহে ভারতের জম্মু ও কাশ্মীর থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সাম্বা থেকে তাকে গ্রেফতার করে দেশটির পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম কুলজিত্‍‌ কুমার, তার বয়স ২১। তার বাড়ি পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া আওতাল কাটালান গ্রামে।
 

 

বিষয়ে সবিস্তার জানিয়ে সাম্বার এসএসপি রাজেশ শর্মা জানিয়েছেন, 'বুধবার সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সীমান্ত পারে অজানা এক সূত্রকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে তথ্য ও ছবি পাচার করত। তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা লেনদেন হয়েছে বলেও আমরা দেখতে পেয়েছি।'

গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে চারটি মোবাইল ফোন ও বেশ কয়েকটি সিম উদ্ধার করা হয়েছে।

রাজেশ আরও জানান, ২০১৮ সাল থেকে পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করছে ওই যুবক। সীমান্ত পারের কাউকে প্রতিনিয়ত দেশের কিছু সেতুর ছবি ও অন্যান্য নির্মাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করত। তাকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

এনিমি অর্ডিন্যান্স অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান।

সাম্বা জেলা জুড়ে সেনাবাহিনীর বেশ কিছু দল সীমান্ত ঘিরে রেখেছে। রয়েছে সাম্বা ব্রিগেড। সেনাবাহিনীর নানা তথ্যও ওই যুবক পাকিস্তানিদের কাছে পাচার করত বলে অনুমান করা হচ্ছে।

মন্তব্য ( ০)





  • company_logo