• শিশু সংবাদ

সাতক্ষীরায় রাস্তার পাশে কুড়িয়ে পাওয়া শিশুটিকে শর্ত সাপেক্ষে দত্তক দেয়ার সুপারিশ

  • শিশু সংবাদ
  • ০৬ অক্টোবর, ২০২০ ২০:২৪:৩৪

ছবিঃ সিএনআই

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া নবজাতককে অবশেষে ৯ টি শর্ত সাপেক্ষে দত্তক দেয়ার সুপারিশ করা হয়েছে। এর আগে তাকে দত্তক নেয়ার জন্য গত দুই দিনে কালিগঞ্জ উপজেলা নির্বাহি অফিসারের কাছে শিক্ষক, চিকিৎসক, পুলিশ কর্মকর্তাসহ ২৯ জন লিখিত ভাবে আবেদন জানান।

কালিগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মোজাম্মেল হক জানান, তার সভাপতিত্বে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের ৯ জন সদস্য আজ মঙ্গলবার সকালে আবেদন গুলো যাচাই বাছাই শেষে একজন নিঃসন্তান সরকারী কর্মকর্তাকে শিশুটিকে দত্তক দেয়ার বিষয়ে সাতক্ষীরার শিশু আদালতের কাছে লিখিতভাবে সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য,  গত রবিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাকশিয়ালী রাস্তার পাশে একটি শ্মশানের কাছে ব্যাগের মধ্যে রাখা হয়েছিল শিশুটিকে। পথচারীরা তাকে উদ্ধার করে। পরে তাকে নেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের হেফাজতে রাখা হয় শিশুটি। তার নাম রাখা হয় মহারাজ। বর্তমানে শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুস্থ রয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo