• শিশু সংবাদ

দিনাজপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

  • শিশু সংবাদ
  • ০৫ অক্টোবর, ২০২০ ১৮:৩৬:৫৯

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে “শিশুর সাথে শিশু তরে, বিশ্ব গড়ি নতুন করে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে জেলায় সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে সরকারি স্বাস্থ্যবিধি মেনে বেলুন-ফেস্টুন উড়িয়ে সপ্তাহ ব্যাপী সকল কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। উদ্বোধনী উনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ সানিউল ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এমদাদুল হক শরিফ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম প্রমূখ। আরোও উপস্থিত ছিলেন ভিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন সমূহের নের্তৃবৃন্দ। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সরকারি স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দুরুত্ব বজায় রেখে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহ ব্যাপী অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে ৬ অক্টোবর কন্যা শিশু দিবস-২০২০ উপলক্ষে কন্যা শিশুদের নিয়ে চিত্রাংন প্রতিযোগিতা ৮ অক্টোবর বিশেষ সুবিধা বঞ্চিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং ১১ অক্টোবর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২০ এর সপ্তাহ ব্যাপী সকল কর্মসূচীর সমাপনী অনুষ্ঠান। 

মন্তব্য ( ০)





  • company_logo