• শিশু সংবাদ

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • শিশু সংবাদ
  • ০১ অক্টোবর, ২০২০ ১৯:২৩:১৭

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার ছোটশলুয়া গ্রামে পানিতে ডুবে মধু নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের বর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষণা করেন। মৃত মধু (৫) চুয়াডাঙ্গা পৌর এলাকার জ্বীনতলা মল্লিকপাড়ার মিঠুনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সপ্তাহ দুয়েক আগে মধু তার মায়ের সাথে চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটশলুয়া গ্রামের মাঝেরপাড়ায় তার নানার বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার বিকেলে মধু ও তার মামাতো আরাফাত বাড়ির অদুরের একটি পুকুর পারে খেলা খেলছিলো। এ সময় অসাবধানতায় মধু পুকুরে পড়ে যায়। আরাফাতের চিৎকার-চেঁচামেচিতে বাড়ির অন্যান্য লোকজন ছুটে আসে। ঘটনা শুনে তারা পুকুরে নেমে মধুকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুজির পর তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কত্যব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান মধুকে মৃতবলে ঘোষণা করেন। এদিকে, মধুর মৃত্যুর সংবাদ তার দাদার বাড়িতে পৌছালে তারা ছুটে আসেন হাসপাতালে। এ সময় সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবারের লোকজনের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে। মধুর লাশ নেয়া হয় তাদের বাড়িতে।

মন্তব্য ( ০)





  • company_logo