• স্বাস্থ্য

দিনাজপুর বিরামপুরে সর্দি-জ্বর ও শ্বাসকষ্টে একজনের মৃত্যু

  • স্বাস্থ্য
  • ৩০ মার্চ, ২০২০ ১২:১০:১৩

দিনাজপুর প্রতিনিধিঃ  দিনাজপুরের বিরামপুরে করো না উপসর্গ নিয়ে ফরহাদ হোসেন অর্পি ওরফে তাহের উদ্দিন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত তাহেরউদ্দিন জেলার বিরামপুর উপজেলার জজবানী ইউনিয়নের তফসি গ্রামের হানিফ উদ্দিনের ছেলে। আজ সোমবার সকালে নিজ বাড়ীতেই ফরহাদ হোসেন অর্পি মারা গেছে । দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস বিষয়টি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। সিভিল সার্জন জানান, ফরহাদ হোসেন অর্পি ওরপে তাহেরউদ্দিন সর্দি জ্বর ও শ্বাসকষ্ট হচ্ছিল। আমরা পুরোপুরি ভাবে নিশ্চিত না যে সে কোন আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। তাহের উদ্দিন কুমিল্লা ইটালি ফেরত প্রবাসীর বাডীতে কাজ করত। সম্ভবত সেখান থেকেই করণা আক্রান্ত হতে পারে। আমরা ঢাকায় আইসিইডিআর এর কাছে বিষয়টি জানিয়ে দিয়েছি। তারা মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করবেন। এছাডাও তাহের উদ্দিনের পরিবারকে কোয়ারান্টিনে থাকতে বলেছি। আমরা তাহের উদ্দিনের বসবাসরত পুরো গ্রামটিকে কোযারান্টিনের চিন্তা করছি।

মন্তব্য ( ০)





  • company_logo