• স্বাস্থ্য

বেক্সিমকোর সৌজন্যে কিশোরগঞ্জে নিরাপত্তা কিট হস্তান্তর

  • স্বাস্থ্য
  • ৩০ মার্চ, ২০২০ ১৮:৫২:৫৮

কিশোরগঞ্জ প্রতিনিধি:  করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসা সেবা দানকারী ডাক্তার ও নার্সদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা কিট হস্তান্তর করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সকল উপকরণ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমানের নিকট হস্তান্তর করেন। এসব কিটের মধ্যে রয়েছে পিপিই ১০০ টি, ফেস মাস্ক ২ হাজার ১০টি, হ্যান্ড গ্লাভস ২০০টি, চশমা ২৫টি। বেক্সিমকো ফার্মার কোম্পানির সৌজন্যে কিশোরগঞ্জ- ৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জের চিকিৎসা সেবা দানকারী ডাক্তার ও নার্সদের মধ্যে বিতরণের জন্য এসব কিট প্রদান করেন। এ সময়, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ হাবিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, কিশোরগহ্ধসঢ়;জ প্রেসক্লাবের সভাপতি আহমেদ উল্লাহ, পিপি শাহ আজিজ, সিনিয়র আঞ্চলিক বিক্রয় কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান ভূঞা, আঞ্চলিক বিক্রয় কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রশিদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

মন্তব্য ( ০)





  • company_logo