• সমগ্র বাংলা

তেঁতুলিয়ায় সড়ক অবরোধে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, ১জনের মৃত্যু

  • সমগ্র বাংলা
  • ২৬ জানুয়ারী, ২০২০ ১৯:৪২:৩৪

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:  তেঁতুলিয়ায় ভজনপুরে মাটি খনন করে পাথর উত্তোলনের দাবিতে পাথর শ্রমিকরা সড়ক অবরোধের এক পর্যায়ে পুলিশি বাঁধায় সংঘর্ষ সংঘটিত হয়েছে। এ ঘটনায় অবরোধ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন জুমার উদ্দিন (৫৫) নামে এক পাথর শ্রমিক। পরে তাকে জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জুমার উদ্দিন উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকার দেবারু মোহাম্মদের ছেলে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সিরাজউদ্দৌলা পলিন । এ সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ভজনপুর বাজারের পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক অবরোধের ডাক দেয় এলাকার পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা। সমতল ভূমিতে মাটি কেটে পাথর উত্তোলনের দাবিতে মহাসড়ক অবরোধ ও হরতাল পালন করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ক্ষুদ্ধ শ্রমিকরা ইটপাটকেল ছুড়ে পুলিশ ও র‌্যাবের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার খবরের ছবি তুলতে গেলে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় আন্দোলনকারীরা। প্রায় ৫ ঘন্টা পর পুলিশ, র‌্যাব ও বিজিবির সহায়তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও এখন পর্যন্ত এলাকায় পরিস্থিতি থমথমে বিরাজ করছে। এ বিষয়ে বিকেলে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলী সাংবাদিকদের জানান, এখানে পাথর কোয়ারী রয়েছে। সেসব বন্ধ রয়েছে। এসব চালু করতেই তারা অবরোধ করে। বিষয়টি নিয়ে পুলিশ ও বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ ঘটলে আমরা প্রায় ৫ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পরিস্থিতি সামাল দিতে আমাদের একপ্রকার লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করতে হয়েছে। এঘটনায় ৮জন পুলিশসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভজনপুর বাজারে ব্যাপক পুলিশ মোতায়ন রয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo