• সমগ্র বাংলা

কোনো পুলিশ সদস্য টাকা চাইলে ৯৯৯ এ কল দিনঃ আইজিপি

  • সমগ্র বাংলা
  • ২৭ জানুয়ারী, ২০২০ ১৮:২৪:৪২

সিএনআই ডেস্ক: কোনো পুলিশ সদস্য টাকা-পয়সা দাবি করলে কিংবা নিরীহ লোক হয়রানির শিকার হলে ৯৯৯-এ কল দিতে বলেছেন পুলিশের আইজিপি ড. জাবেদ পাটোয়ারী। গতকাল রবিবার বিকেলে সিলেট পুলিশ লাইনস মাঠে জেলা ও মহানগর পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইজিপি ড. জাবেদ পাটোয়ারী বলেন, পুলিশ মানুষের সেবা করবে। এটা তাদের দায়িত্ব। সেবা দিয়ে আমরা কোনো করুণা করছি না। আমরা বদলে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। দোষ-ত্রুটি থাকলে আমাদের সঠিক পথ বাতলে দেওয়ার চেষ্টা করবেন। আমরা সত্যিকারের পুলিশ হতে চাই। আইজিপি বলেন, কিছুদিন আগে দেশে ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। নিয়োগে প্রত্যন্ত গ্রামগঞ্জ থেকে অনেক অসহায় এবং দিনমজুর পরিবারের সদস্যরা কৃতকার্য হয়েছেন। আর এটি সম্ভব হয়েছে পুলিশ কর্মকর্তাদের সক্রিয়ভাবে সহযোগিতার কারণে।

মন্তব্য ( ০)





  • company_logo