• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে ১৬ লাখ টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার 

  • সমগ্র বাংলা
  • ১৫ জানুয়ারী, ২০২০ ১৬:৩৪:১৮

চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধি:  ৫৯ বিজিবি আজমতপুর বিওপি অভিযান পরিচালনা করে ১৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে। প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার বিজিবি জানায়, ১৪ জানুয়ারি মঙ্গলবার রাত ৯টার দিকে অত্র ব্যাটালিয়নের আজমতপুর বিওপির নায়েব সুবেদার মোঃ আব্দুল বারিকের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৮১ হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোল্লাটোলা এলাকায় ১৬.৫ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের মূর্তি মালিকবিহীন অবস্থায় আটক করে।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি কষ্টি পাথরের মূর্তি আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের এই অভিযান অব্যাহত রাখার ব্যাপারে তাঁর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

মন্তব্য ( ০)





  • company_logo