• স্বাস্থ্য

বাংলাবান্ধায় অ্যাজমা ও শ্বাসকষ্টের রোগীদের নিয়ে ফ্রি হেলথ ক্যাম্প

  • স্বাস্থ্য
  • ২২ জানুয়ারী, ২০২০ ১৭:৫৯:১০

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:  তেঁতুলিয়া বাংলাবান্ধায় অ্যাজমা ও শ্বাসকষ্টের রোগীদের নিয়ে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১টায় বাংলাবান্ধা দাখিল মাদরাসার মাঠে তারুণ্য দ্বীপ্ত সংগঠন জাগ্রত তেঁতুলিয়ার উদ্যোগে দিনব্যাপী এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। হেলথ ক্যাম্পেইনের শুরুতেই পাথর শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত হয় সেমিনার। সেমিনারে জাগ্রত তেতুলিয়ার প্রতিষ্ঠাতা ও সাংবাদিক আতাউর রহমান কাবুলের সভাপতিত্বে মুল বক্তা ছিলেন রংপুর মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ও বাংলাদেশ প্রাইমারী কেয়ার রেসপিরেটরি সোসাইটি (বিপিসিআরএস) সাধারণ সম্পাদক ডা.এস এম রওশন আলম। তিনি সেমিনারে বক্তব্যে বলেন, শুধু চিকিৎসা নিয়ে অ্যাজমা ও শ্বাসকষ্টের রোগীরা সুস্থ থাকতে পারে না। বরং অ্যাজমা ও শ্বাসকষ্ট রোগ সম্পর্কে মাংসপেশী নমনীয় ও প্রশারিত করার ব্যায়াম, কাঁদের ব্যায়াম, পায়ের ব্যায়াম, শ্বাস-প্রশ্বাসের মাংসপেশির শক্তি বাড়ানোর ব্যায়াম ইত্যাদি শিখে বাসায় প্র্যাক্টিস করলে রোগীরা অনেক ভালো থাকবেন। এছাড়াও পুষ্টিকর থাকার গ্রহণ, ইনহেলারের সঠিক, মানসি স্বাস্থ্যের যত্ন, বিকল্প জীবিকা সম্পর্কে জানাও খুব জরুরী যাকে বলে পালমোনারি রিহ্যাবিলিটেশন। এসময় তিনি মাল্টিপ্রজেক্টরের মাধ্যমে অ্যাজমা ও শ্বাসকষ্টের উপর বিভিন্ন দিক তুলে ধরেন। হেলথ ক্যাম্পে ফ্রি হেলথ ট্রিটমেন্টে দায়িত্ব পালন করে রংপুর মেডিকেলের বিশেষ টিম। এতে তিনশোর বেশি রোগী বিনামূল্যে চিকিৎসা সুবিধা পান ও তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন, জেলার সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ, সরকার হায়দার, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, রফিকুল ইসলাম রফিক, লুৎফর রহমান, এস কে দোয়েল, তেঁতুলিয়া প্রেসক্লাবের সদস্য সচিব আতিকুজ্জামান শাকিল, মোবারক হোসেন, দেলোয়ার হোসেন নয়ন, মুহম্মদ রনি এবং জাগ্রত তেঁতুলিয়ার অ্যাড.আহসান হাবী, ফেরদৌস আলম লিটনসহ জাগ্রত তেঁতুলিয়ার সকল সদস্যবৃন্দ।

মন্তব্য ( ০)





  • company_logo