• সমগ্র বাংলা

আশুলিয়ায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকারের মোমবাতি প্রজ্বলন

  • সমগ্র বাংলা
  • ০৮ জানুয়ারী, ২০২০ ১১:২৩:০০

সাভার প্রতিনিধিঃ  রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আশুলিয়ায় মোমবাতি প্রজ্বলন করেছেন ঢাকা জেলা উত্তরের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দ।   মঙ্গলবার রাতে আশুলিয়া প্রেসক্লাবের শহীদ মিনার প্রাঙ্গণে এই মোমবাতি প্রজ্বলন করা হয়।
 এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা মৌন মিছিল করেন। মৌন মিছিল থেকে ধর্ষণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান। অন্যথায় সাধারণ ছাত্র পরিষদ কঠোর আন্দলেনর মাধ্যমে এই ধর্ষকদের বিচারের ব্যবস্থা করবে বলে হুশিয়ারি সংকেত দেন।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ঢাকা জেলা উত্তরের আহবায়ক আসাদুল ইসলাম মুকুল, যুগ্ম আহবায়ক জোবায়ের, সদস্য জনি, শাহ-আলম, সাদমান, ফাইজুল, শাকিল ও শাহদাতসহ আরো অনেকে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মন্তব্য ( ০)





  • company_logo