• শিক্ষা

চাঁদপুরের এতিমখানার ছাদ ধস আহত ৫৮ শিক্ষার্থী

  • শিক্ষা
  • ২৪ নভেম্বর, ২০১৯ ১২:৩৫:৪৬

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি এতিমখানার বারান্দার দোতলার ছাদ ধসে ৫৮ জন শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) রাত পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০-১২ জন শিক্ষার্থীর হাত-পা ভেঙে গুরুতর আহত হন। এতিম খানার ছাত্রদের নিয়ে ১৬ ডিসেম্বর অনুষ্ঠানের জন্য শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করছিলেন টিম লিডার মোহাম্মদ হোসাইন। এসময় ৫০-৬০ জন ছাত্ররা যখন একত্রিত হলে হঠাৎ বারান্দা ভেঙে শিক্ষার্থীরা নিচে পড়ে যায়। এসময় আশপাশের লোকজনসহ ফরাজীকান্দি মাদরাসার সিনিয়র ছাত্ররা তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠায়। ওই ভবনটি দীর্ঘদিন ধরে ফাটল ছিল। ছাদের প্রতিটি রট দেখা যেত। এর মধ্যেই ঝুঁকি নিয়ে  এতিমখানার কার্যক্রম চলতো। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে উদ্ধার করে কাজ সমাপ্ত করে ওই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে।

মন্তব্য ( ০)





  • company_logo