• লাইফস্টাইল

বদ্ধমূল ধারণাকে প্রশ্নবিদ্ধ করতে রাজধানীতে ‘অ্যাগেইনস্ট দ্য উইন্ড’ অনুষ্ঠিত

  • লাইফস্টাইল
  • ১৭ নভেম্বর, ২০১৯ ১৪:২৬:২০

সিরাজুল ইসলাম (রাজ): নারীরা যেন সমাজের বোঝা। রূপ, গুণ আর সৌন্দর্য না থাকলে তাদেরকে যেন একটু অন্য চোখেই দেখা হয়। তাই নারীর এই সৌন্দর্য নিয়ে সমাজে নানা বদ্ধমূল ধারণাকে অসঙ্গত প্রমাণ করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল ‘অ্যাগেইনস্ট দ্য উইন্ড’ শীর্ষক ভিন্নধর্মী এক "ফ্যাশন শো"। শুক্রবার (১৫ নভেম্বর) কস্টুমেয়ার বাই জুবাইদা আহবাবের উদ্যোগে রাজধানীর বনানী ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সফল ১৩ জন নারী তাদের জীবনের নানা প্রতিকূলতা থেকে বের হয়ে কীভাবে নিজেদের কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছেছেন, সে গল্পগুলো অতিথিদের সামনে তুলে ধরেন। সফল ১৩ জন নারী হলেন- নাভিন আহমেদ, এশা রুশদি, রুবাইয়া আলী, সুমাইয়া হক, যায়না হাবিব, প্রিয়া চৌধুরী, লিয়া খান, শ্রাবন্তি শ্রাবন, ফারজানা আলী, সোনিয়া হক, রামিসা নওশিন রহমান, নুর-এ রেহজিয়া মম, উর্মি রাহমান মিষ্টি। জুবাইদা আহবাবের ডিজাইন করা পোশাকে তারা মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নীরবতাকে অনুৎসাহিত করে জীবনকে নতুনভাবে দেখতে আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী একজন সফল নারী বলেন, ‘না’ শব্দটি এত ছোট একটি শব্দ হয়েও কীভাবে হাজার হাজার স্বপ্নকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়। ভয়কে জয় করে যেসব নারী তাদের স্বপ্নের পেছনে ছুটেছেন। তাদের জন্যই আয়োজিত হয় ‘অ্যাগেইনস্ট দ্য উইন্ড’। ডিজাইনার জুবাইদা আহবাব বলেন, নিজেকে ভালোবাসা, নিজেকে গ্রহণ করা এবং নারীর ক্ষমতায়নকে উৎসাহিত করতেই এ অনুষ্ঠানের আয়োজন। যাতে করে নারীরা নিজেদের ভালোবাসতে পারেন। কেননা আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সুন্দর। তার গায়ের রঙ ও তার আকৃতি যেমনই হোক না কেনো। তিনি আরও বলেন, অনুষ্ঠানে সবার উপস্থিতিতে আমরা অভিভূত। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেয়েছিলাম সৌন্দর্য নিয়ে আমাদের চারপাশের বিদ্যমান নানা কুসংস্কার ও বদ্ধমূল ধারণাকে প্রশ্ন করতে। অ্যাকাউন্টিংয়ে নিজের স্নাতক সম্পন্ন করলেও পেশাগতভাবে নিজেকে তার স্বপ্নের ডিজাইনার হিসেবেই প্রতিষ্ঠিত করেছেন জুবাইদা আহবাব। দেশের বাইরে তিনি তার ডিজাইন নিয়ে অংশগ্রহণ করেছেন এবং ফ্যাশন ও স্টাইল নিয়ে নিজস্ব ভাবনার কারণে প্রশংসিত হয়েছেন। পরবর্তীতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান ফ্যাশন ডিজাইনার জুবাইদা আহবাব। সিএনআই/এসআই

মন্তব্য ( ০)





  • company_logo