• অপরাধ ও দুর্নীতি

শিক্ষা কর্মকর্তাকে মারধর!

  • অপরাধ ও দুর্নীতি
  • ১২ অক্টোবর, ২০১৯ ২১:৩৬:৩৬

অপরাধ ডেস্ক: চা-নাস্তা কেনার দায়িত্ব না দেওয়ায় জেলা শিক্ষা অফিসের প্রশিক্ষণ সমন্বয়ক আমিনুল ইসলামকে ২শ' শিক্ষকের সামনেই মারধর করেছেন গাড়িচালক বাবলা। শনিবার দুপুরে জেলা শহরের বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন জেলা প্রশিক্ষণ সমন্বয়কারী আমিনুল ইসলাম। এরপর ওই কর্মশালায় প্রশিক্ষণরত শিক্ষকরা গাড়িচালক ইমতিয়াজ আলী বাবলাকে ধরে পুলিশে সোপর্দ করেন এবং আহত আমিনুলকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠান। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা শিক্ষা অফিস ৬ দিন ব্যাপি সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এতে মাধ্যমিক পর্যায়ের ২শ' শিক্ষক অংশগ্রহণ করেন। শনিবার দুপুরে মধ্যাহ্নভোজের সময় প্রশিক্ষণরত শিক্ষকদের চা-নাস্তা আনার দায়িত্ব না দেওয়ায় প্রশিক্ষণ সমন্বয়ক আমিনুল ইসলামকে তীরস্কার করা শুরু করেন। এক পর্যায়ে কর্মশালায় উপস্থিত ২শ' শিক্ষক ও জেলা শিক্ষা কর্মকর্তার সামনেই ওই শিক্ষা কর্মকর্তাকে লাঠি দিয়ে বেদম মারধর করেন গাড়িচালক বাবলা। এসময় আমিনুলের পরণের কাপড় ও ছিড়ে দেন তিনি। এতে প্রশিক্ষণে আসা শিক্ষকরা এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে চিৎকার চেচামেচি শুরু করলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবলাকে আটক করে থানায় নিয়ে যায় এবং ওই কর্মকর্তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। জেলা প্রশিক্ষক সমন্বয়কারী আমিনুল ইসলাম অভিযোগ করেন, গাড়ি চালক বাবলা খাবার পরিবেশনসহ বিভিন্ন খাতে অর্থ আত্মসাৎ করে আসছে। এ কারণে তাকে এবার এ দায়িত্ব থেকে বাদ দেয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে সে আমার ওপর আক্রমণ করেছে। বিষয়টি আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। জেলা শিক্ষা কর্মকর্তা হিমাংশু কুমার রায় সিংহ এ প্রসঙ্গে বলেন, আমার সামনেই ঘটনাটি ঘটেছে। বাবলা আমার কথাও শোনেনি। ঘটনার পর বিষয়টি আমি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মাধ্যমিক শিক্ষা ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালককে অবহিত করেছি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ-পরিচালক মো. আকতারুজ্জামান বলেন, বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য ( ০)





  • company_logo