• রাজনীতি

দিনে দুপুরে কমিউনিটি সেন্টারে ছাত্রলীগের হামলা

  • রাজনীতি
  • ২৪ আগস্ট, ২০১৯ ১৮:২৯:৩৯

গুলশান-১ এ দিনে-দুপুরে ইমানুয়েল ব্যানকুয়েট কমিউনিটি সেন্টারে ছাত্রলীগের হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে এ হামলায় সেন্টারের ৭ নিরাপত্তা প্রহরী আহত হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সরকার রেজওয়ান আহমেদ রিফাত ও সাবেক গুলশান থানা ছাত্রলীগের সহসভাপতি ব্রাইন রোজারিওর নেতৃত্বে হামলা হয় বলে অভিযোগ করেন ইমানুয়েল ব্যানকুয়েট কমিউনিটি সেন্টারের মালিক কাজী জাহাঙ্গীর হোসেন। এ ঘটনায় ছাত্রলীগের রিফাত আহমেদ, ব্রাইন রোজারিও এবং জহিরুল ইসলাম খানের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে গুলশান থানায় মামলা করেছেন কমিউনিটি সেন্টারের মালিক কাজী জাহাঙ্গীর। তিনি বলেন, হামলাকারীরা হেলমেট পরে ৩৫-৪০টি চাপাতি, ছোরা, রড, লাঠি নিয়ে সেন্টারে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। কয়েক দফায় চালানো হামলায় প্রায় তিন লাখ টাকার গ্লাস ও লাইট ভাঙচুর করা হয়েছে। এছাড়া হামলার সময় হামলাকারীরা মুরগী সরবরাহকারী রতনের কাছ থেকে এক লাখ ২০ হাজার ও বাবুর্চি নুর ইসলামের কাছ থেকে দেড় লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি করেন তিনি। হামলার কারণ জানতে চাইলে কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, আমার ব্যবসায়িক পার্টনারের সঙ্গে একটু ঝামেলা চলছে। সেজন্য হয়তো তারা ছাত্রলীগকে ব্যবহার করে আমাকে মেরে বের করে দিতে চেয়েছিলেন। এ ঘটনায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম হোসেনের মোবাইলে ফোন করা হলেও তিনি ধরেননি। এমনকি খুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি। শনিবার দুপুরে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম কামরুজ্জামান হামলার বিষয়টি নিশ্চত করে বলেন, বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা সিসি ফুটেজ সংগ্রহ করে যাচাই বাছাই করছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। সিএনআই/এইচআর

মন্তব্য ( ০)





  • company_logo