• স্বাস্থ্য

টুথব্রাশের প্রয়োজনীয় যত্ন নেবেন যেভাবে

  • স্বাস্থ্য
  • ০৯ জুন, ২০১৯ ১৯:০২:৩৭

নিত্যদিনের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস টুথব্রাশ। তবে ব্যবহারের পর অনেকেই টুথব্রাশের যত্ন নেয়ার কথা ভুলে যান যা অনুচিত। কারণ টুথব্রাশে জীবাণু লাগলে তা খুব সহজেই আক্রমণ করতে পারে আপনার শরীরে। জেনে নিন টুথব্রাশের যত্ন নেবেন যেভাবে। টুথব্রাশ ব্যবহারের পর এমন স্থানে রাখবেন যেখানে পর্যাপ্ত আলো-বাতাস চলাচল করে। ভেজা টুথব্রাশ দ্রুত না শুকালে খুব সহজে জীবাণু বাসা বাধতে পারে। টুথব্রাশ কভার ব্যবহার না করাই ভালো। ব্যবহারের পর ভালো করে ধুয়ে তারপর রাখুন টুথব্রাশ। ব্যবহারের পর বেডরুমে কোনও স্ট্যান্ডে রেখে দিতে পারেন টুথব্রাশ। তিন থেকে চার মাস পর পর বদলে ফেলুন টুথব্রাশ।

মন্তব্য ( ০)





  • company_logo