• খেলাধুলা

বাংলাদেশে খেলতে আসবে ইংলিশ ক্লাব লিভারপুল

  • খেলাধুলা
  • ০৪ মার্চ, ২০১৯ ০৯:২৪:২২

ফুটবলে জনপ্রিয় ইংলিশ ক্লাব লিভারপুল প্রাক-মৌসুমের ম্যাচ খেলতে অনেক দেশেই সফর করে থাকে। সেই বিবেচনায় অদূর ভবিষ্যতে বাংলাদেশে খেলতে আসছে দলটি। লিভারপুলের সমর্থকরা নিশ্চয় খেয়াল করেছেন ক্লাবটির জার্সিতে লিখা রয়েছে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নাম। এই ব্যাংকটি তাদের পৃষ্ঠপোষক। বাংলাদেশেও রয়েছে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কার্যক্রম। ব্যাংকটির উদ্যোগে প্রায় প্রতি বছরই লিভারপুলের সাবেক কোনও ফুটবলারকে বাংলাদেশে আমন্ত্রন জানানো হয়। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের পা রেখেছেন লিভারপুল ঈশ্বর উপাধি পাওয়া সাবেক ইংলিশ স্ট্রাইকার রবি ফাওলার। ব্যাস্ত কমুসূচির মাঝে শুক্রবার তিনি হাজির হয়েছিলেন বাংলাদেশ হ্যান্ডবল স্টেডিয়াম মাঠে। সেখানেই গণমাধ্যম কর্মীদের সাথে কথা হয় এই ক্লাব কিংবদন্তির। রবি ফাওলারকে প্রশ্ন করা হলো প্রাক-মৌসুমের কোনো ম্যাচ খেলার জন্য লিভারপুলের দলকে বাংলাদেশে নিয়ে আসা যায় কি না? উত্তরে তিনি বলেন, ‘সম্ভাবনা যে একদমই নেই তা বলব না। লিভারপুল সব সময়েই ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন দেশের ভক্তদের সঙ্গে দেখার করার বিষয়টাকে প্রাধান্য দেয়। আমার মনে হয় এ বিষয়ে পৃষ্ঠপোষকেরা একটা ভালো ভূমিকা পালন করতে পারে। এর মধ্যেই এশিয়ার কিছু দেশে লিভারপুল প্রাক-মৌসুম ম্যাচ খেলার জন্য এসেছে (থাইল্যান্ড, মালয়েশিয়া)। তাই সময় সুযোগ হলে একদিন হয়তো লিভারপুলের পুরো দল বাংলাদেশে এসে খেলেও যেতে পারে!’

মন্তব্য ( ০)





  • company_logo