• রাজনীতি

ঠাকুরগাঁও -২ আসনে মনোনয়ন প্রত্যাশী ফিলিপ

  • রাজনীতি
  • ১২ নভেম্বর, ২০১৮ ২২:৪৬:০৩

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী) আসনে মনোনয়ন প্রত্যাশী আহসান উল্লাহ ফিলিপ। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে গত শুক্রবার ফিলিপের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তার চাচাতো ভাই ফয়েজ আহমেদ। মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন ফিলিপ। তিনি বলেন, ‘আমার আসনের মানুষের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে আমি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া আমার বাবার প্রয়াত বাবার স্বপ্নকে বাস্তবায়নের জন্যই আমি প্রধানমন্ত্রীর কাছে মনোনয়ন চাইব। আমার বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে এলাকার উন্নয়নের সুযোগ দিবেন।’ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা ফিলিপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং ছাত্রলীগের প্রথম সভাপতি, ভাষা সৈনিক এডভোকেট মরহুম দবিরুল ইসলামের সুযোগ্য সন্তান। ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। পরে প্রবাসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সঙ্গে কাজ করছেন দীর্ঘদিন ধরে।

মন্তব্য ( ০)





  • company_logo