• রাজনীতি

নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি ঐক্যফ্রন্টের

  • রাজনীতি
  • ১৪ নভেম্বর, ২০১৮ ১৮:২৬:০৩

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মূখ্যপাত্র মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সংসদ নির্বাচন পেছানোর দাবিতে নির্বাচন কমিশনে সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, আমরা নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি জানালেও নির্বাচন কমিশন বিবেচনা করবে বলেও জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচনে আমার সেনা মোতায়েনের দাবি জানিয়েছি। এ বিষয় ইসি ভেবে দেখবে বলে জানিয়েছে। নির্বাচনের আগে জনপ্রসাশন ও পুলিশ প্রসাশনের রদবদরের কথা বলেছি।তারা এটাকেও ভেবে দেখবে বলে জানিয়েছে। আগে আজ বুধবার ( ১৪ নভেম্বর) বেলা তিনটার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের ১৩ জন নেতা রাজধানীর আগারগাঁওয়ের কমিশন ভবনে যান। মঙ্গলবার ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম পথিক জানান, একদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছানোর দাবিতে তারা বুধবার নির্বাচন কমিশনে (ইসি) যাবেন । এজন্য তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এ সংক্রান্ত চিঠি জমা দেন কমিশনে। তারা জানান, বুধবার (১৪ নভেম্বর) ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করবে ইসির সঙ্গে। ইসিতে জমা দেওয়া তালিকার ১৪ জনের মধ্যে আ স ম আবদুর রব ছাড়া বাকি ১৩ জন আজ নির্বাচন ভবনে পৌঁছান।

মন্তব্য ( ০)





  • company_logo