• রাজনীতি

নিপুণ রায়ের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

  • রাজনীতি
  • ১৬ নভেম্বর, ২০১৮ ১৫:৩০:৫৩

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুক্রবার(১৬ নভেম্বর) দুপুরে মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয় থেকে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) পাঠানো হয়েছে। ডিবির সহকারী কমিশনার (এসি) আতিকুল ইসলাম জানান দুপুর ১২টার পরে নিপুণ রায়কে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাকরাইলের নাইটিংগেল মোড় থেকে নিপুণ রায় এবং সংগীতশিল্পী ও বিএনপি নেত্রী বেবী নাজনীনকে আটক করে পুলিশ। পরে বেবী নাজনীনকে ছেড়ে দেয়া হয়। আর নিপুণ রায়কে পল্টন থানার নাশকতার তিন মামলায় গ্রেফতার দেখানো হয়। নিপুণ রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির সাবেক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে।

মন্তব্য ( ০)





  • company_logo