• রাজনীতি

আমরা একদিনের জন্য গণতন্ত্র চাই না: ড. কামাল হোসেন

  • রাজনীতি
  • ১৬ নভেম্বর, ২০১৮ ১৯:৩৩:৪১

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন বলেছেন, আমরা একদিনের গণতন্ত্র নয়, সাচ্চা গণতন্ত্র চাই। সম্পাদকদের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে ড. কামাল হোসেন একথা বলেন। তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের যে সকল বিষয় আমরা চিহ্নিত করেছি সংবাদপত্র তার প্রতি সজাগ দৃষ্টি রাখবে বলে প্রত্যাশা করেন। বৈঠকে নির্বাচন কিভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ হবে সে ব্যাপারে সম্পাদকদের মতামত জানতে চেয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা। বৈঠক শেষে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সব ধরনের পরামর্শ চেয়েছি সম্পাদকদের কাছে। কামাল হোসেন বলেছেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আমরা সম্পাদকদের সঙ্গে কথা বলেছি। সম্পাদকরা আমাদের নিকট তাদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন। নির্বাচনী পরিবেশ রক্ষা করা যেমন সরকারের কর্তব্য তেমনি আমাদেরও দায়িত্ব রয়েছে। সম্পাদকদের সঙ্গে আলোচনার উদ্দেশ্য ছিল, অতীতের অভিজ্ঞতার আলোকে আমাদের যেসব বিষয়ে বিরত থাকতে হয়, নির্বাচন কিভাবে অবাধ হয় এবং জনগণ সত্যিকার অর্থে যাতে ভোট দিতে পারে- এসব বিষয়ে পরামর্শ ও সহযোগিতা নেওয়ার জন্য আলোচনা খুবই মূল্যবান ছিল। শুক্রবার বিকালে রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠিত বৈঠকে ফ্রন্টের নেতারা এ মতামত জানতে চান।

মন্তব্য ( ০)





  • company_logo