• সমগ্র বাংলা
  • লিড নিউজ

প্রচন্ড গরমে নড়াইলে খাবার পানি, স্যালাইন ও ক্যাপ বিতরণ

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ০৬ মে, ২০২৪ ১১:৫২:২০

ছবিঃ সিএনআই

নড়াইল  প্রতিনিধিঃ প্রচন্ড তাপদাহের মধ্যে নড়াইল শহরের চৌরাস্তা এলাকায় ভ্যান ও অটোবাইক চালকদের মাঝে খাবার পানি, খাবার স্যালাইন এবং ক্যাপ বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উদ্যোগে রোববার (৫ মে) দুপুরে এসব উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-সমাজসেবক গোলাম মোর্ত্তজা স্বপন, ট্রাফিক পুলিশের পরিদর্শক কাজী হাসানুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল আলম, হাফিজ খান মিলন, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সভাপতি মির্জা গালিব সতেজ, সাধারণ সম্পাদক এস এম শাহ পরানসহ সদস্যরা।  

আয়োজকরা জানান, নড়াইলে একটানা গরমের কারণে জনজীবন অতিষ্ঠ। বিশেষ করে ভ্যান ও অটোবাইক চালকসহ খেটে খাওয়া মানুষেরা অনেক কষ্টের মধ্যে আছেন। তাদের কষ্ট কিছুটা নিবারণের জন্য বোতলজাত খাবার পানি, খাবার স্যালাইন এবং ক্যাপ বিতরণ করা হয়েছে। পরবর্তীতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। 

মন্তব্য ( ০)





  • company_logo