• সমগ্র বাংলা

হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসবের স্থান পরিদর্শনে কুড়িগ্রামের এসপি

  • সমগ্র বাংলা
  • ১৫ এপ্রিল, ২০২৪ ২১:২৫:২৭

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমী স্নানোৎসবের স্থান পরিদর্শন করেছেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম পিপিএম। সোমবার(১৫ এপ্রিল) বিকেলে পরিদর্শনকালে অষ্টমী স্নান করতে আসা পূণ্যার্থীদের সাথে কথা বলে বিভিন্ন খোঁজখবর নেন পুলিশ সুপার।

মঙ্গলবার(১৬ এপ্রিল) ভোর থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমী স্নান। ব্রহ্মপুত্র নদের রমনা ঘাট থেকে শুরু হয়ে দক্ষিণে প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত চলবে অষ্টমী স্নান।

পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম পিপিএম জানান, নিরাপত্তার সাথে অষ্টমী স্নানোৎসব সম্পন্ন করতে পুলিশী টহল জোড়দার করা হয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি সড়কে শৃঙ্খলা রক্ষার্থে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা, চিলমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক প্রমুখ।

মন্তব্য ( ০)





  • company_logo