• তথ্য ও প্রযুক্তি

জেনে নিন কিভাবে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন

  • তথ্য ও প্রযুক্তি
  • ১০ মার্চ, ২০২৪ ১২:২৯:৫৬

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ প্রয়োজনে অনেক সময় হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার প্রয়োজন হয়। কিন্তু মেটার এই অ্যাপ কল রেকর্ড করার সুযোগ দেয় না। যদিও অনুমতি ছাড়া কারো কল রেকর্ড করা ঠিক না। কল রেকর্ড যদি করতেই হয় তবে তার থেকে অনুমতি নিয়ে করতে হবে। জানুন অ্যানড্রয়েড ফোন থেকে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার উপায়। 

অ্যানড্রয়েড ফোন থেকে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার উপায় 

প্রথমে গুগল প্লে স্টোর খুলুন এবং ‘কল রেকর্ডার: কিউব এসিআর (Call Recorder: Cube ACR)’ অ্যাপ সার্চ করুন।
এই অ্যাপটি ডাউনলোড করুন। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি খুলুন।
এখন হোয়াটসঅ্যাপে যান এবং কাউকে কল করুন বা কল রিসিভ করুন। 

কল চলাকালীন, আপনি ‘Cube Call'-এর একটি উইজেট দেখতে পাবেন। আপনি যদি স্ক্রিনে এটি দেখতে না পান তবে কিউব কল অ্যাপটি খুলুন এবং এরপর ভয়েস কলের জন্য ‘Force VoIP Call’ অপশনটি সিলেক্ট করুন। 

এরপরে এই অ্যাপটি নিজে থেকেই হোয়াটসঅ্যাপ ভয়েস কল রেকর্ড করবে এবং সেই অডিও ফাইলটি আপনার ডিভাইসের ইন্টারনাল মেমোরিতে সেভ করে রাখতে পারবেন।

মন্তব্য ( ০)





  • company_logo