• স্বাস্থ্য
  • লিড নিউজ

সুশৃংখল জীবন যাপনই ডায়াবেটিস এর ঝুঁকি থেকে আমাদের সুরক্ষা দিতে পারে

  • স্বাস্থ্য
  • লিড নিউজ
  • ০২ মার্চ, ২০২৪ ২১:২৬:১৬

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি:  ময়মনসিংহে ডায়াবেটিস সচেতনতা দিবসে বক্তারা বলেছেন, সুশৃংখল জীবন যাপনই ডায়াবেটিসের ঝুঁকি থেকে আমাদের সুরক্ষা দিতে পারে। বক্তারা আরও বলেন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মৃত্যুঝুঁকি বাড়িয়ে তোলে তাই সময়মত চিকিৎসা নিতে হবে। ২৮ ফেব্রুয়ারি ডায়াবেটিস সচেতনতা দিবস ২০২৪ উপলক্ষে ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এ সময় সমিতির দপ্তর সম্পাদক সাংবাদিক নজীব আশরাফ এর সঞ্চালনায় ও সমিতির সভাপতি অধ্যক্ষ গোলাম সরওয়ার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলী, যুগ্ম সম্পাদক প্রকৌশলী আনিছ উদ্দিন আহম্মেদ, প্রচার সম্পাদক মো: আনিছুর রহমান, সিনিয়র সদস্য ইয়াজদানি কোরাইশী, সিনিয়র মেডিকেল অফিসার ডা: নার্গিস আরা বীথি, পুষ্টিবিদ ফৌজিয়া ইসরাত ফ্লোরা, জিএম রহমান ফিলিপস প্রমূখ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক মো: হুমায়ুন কবীর। 

আলোচনা শেষে এই প্রথমবারের মত আদর্শ তিনজন রোগীকে সম্মাননা ক্রেস প্রদান করা হয়। তারা হলেন- মো: কামাল উদ্দিন, মো: আজাদ হোসেন ও মো: শামসুল হক। ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে ময়মনসিংহ ডায়াবেটিক সমিতি দিনব্যাপী ২টি কার্যালয়ে বিনামূল্যে তিন শতাধিক রোগীর রক্ত পরীক্ষা ও চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসা সেবা প্রদান করেন সমিতির সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ এ কে এম আব্দুল আউয়াল খান, ডাঃ নার্গিস আরা বীথি, ডাঃ খুরশিদুন্নাহার বেবী, ডাঃ বিশ^জিৎ রায় চৌধুরী এবং পুষ্টিবিদ ফৌজিয়া ঈশরাত ফ্লোরা প্রমুখ। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন অফিস সহকারী মোঃ সাখাওয়াত হোসেন খান ও মোঃ সিরাজুল ইসলাম। 

মন্তব্য ( ০)





  • company_logo