• বিশেষ প্রতিবেদন

শীতে বিপাকে নিম্ন আয়ের মানুষ 

  • বিশেষ প্রতিবেদন
  • ২০ জানুয়ারী, ২০২৪ ১২:০৯:৪৯

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: সকালে উঠে এসেছি এখনো কোন ভাড়া পাইনি। খুব ঠান্ডা এত ঠান্ডায় মানুষ রিকশায় উঠে না। সকাল থেকে কোন টাকা হয়নি বাজার করব কি আর জমা টাকা দিব কি এমন কথা বলছিলেন রিকশা চালক ইব্রাহিম আলী। তিনি নীলফামারীর সৈয়দপুর শহরের  মিস্ত্রি পাড়ার বাসিন্দা। তার উপার্জনে চলে পাচ সদস্যদের পরিবার।  

শনিবার(২০ জানুয়ারি) সৈয়দপুর আবহাওয়া অফিসেরর তথ্যমতে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশার আছন্ন চারপাশ। সকাল থেকে সূর্যের দেখা মিলেনি। 

শহর ঘুরে দেখা যায়, মানুষ অতি প্রয়োজন ঘরের বাইরে ছাড়া বের হয়নি। শহরে তেমন ব্যস্ততা নেই। নিম্ন আয়ের মানুষ কাজের খোজে বের হলেও তেমন কাজ পায়নি। 

শহরের আরেক রিকশা চালক আফতাব আলী বলেন, গত কয়েকদিন ধরে খুব ঠান্ডা। সকালে রিকশা নিয়ে বের হয়ে এসে তেমন ভাড়া পাইনা।পরিবারের চারজন সদস্য আমার উপার্জনে চলে।শীতের কারনে খুব কষ্টে আছি। 

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, আজকে ১০দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃষ্টির মত ঝিরিঝিরি কুয়াশা পড়ছে।আগামীতে ঠান্ডা আরও বাড়তে পারে।

মন্তব্য ( ০)





  • company_logo