• সমগ্র বাংলা

গাজীপুরে মৈত্রী বন্ধন মূলক সভা

  • সমগ্র বাংলা
  • ১২ জানুয়ারী, ২০২৪ ১৪:২৪:৫৯

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে কালিয়াকৈরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে চামড়া শিল্পের সাথে সংশ্লিষ্ট ও সচেতন মহলের সাথে মৈত্রী বন্ধন মূলক সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ জানুয়ারী) সকাল ১০টায় কালিয়াকৈর উপজেলা অফিসার্স ক্লবের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে টেকসই চামড়া শিল্প গড়ার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে , সলিডার সুইসের তত্ত্বাবধানে একটি প্রকল্পের আওতায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সভাটির আয়োজন করে।

সভায় সঞ্চালনা করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের হেড অফ ইভেন্ট খন্দকার শাহেদ আহমেদ ,স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনির হোসেন , প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার হোসেন মোহাম্মদ হাই জকি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর থানার তদন্ত অফিসার সাব্বির আহমেদ।

আরো উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অডিনেটর খায়রুল আনাম, কালিয়াকৈর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি সরকার আব্দুল আলীম , কালিয়াকৈর উপজেলায় অবস্থিত চামড়া শিল্পের বিভিন্ন কলকারখানায় কর্মরত মালিক শ্রমিক পক্ষের প্রতিনিধি গণ , মিডিয়া ব্যক্তিত্ব, পরিবেশবিদ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

মন্তব্য ( ০)





  • company_logo